বইমেলা প্রতিদিন
বই সাজাতেই ব্যস্ততা

শুরু হলো বাঙালির প্রাণের মেলা, জ্ঞানের মেলা অমর একুশে বইমেলা। বৈশ্বিক মহামারি কারোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল এ মেলা। শেষ পর্যন্ত ঋতুরাজ বসন্তের মায়াবী আবহে শুরু হলো মেলা।
১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দ্বিতীয় দিন ছিল বুধবার। এবার একঘণ্টা এগিয়ে মেলা শুরু হচ্ছে বেলা ২টায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগত বাড়তে থাকে।
প্রবেশপথে মেলায় আসা সবাইকে নিরাপত্তা তল্লাশী ও তাপমাত্রা মাপার মুখোমুখি হতে হচ্ছে। ব্যাগ থাকলে আলাদা করে তল্লাশী করা হচ্ছে। তাপমাত্রা মাপার বিষয়টি করোনা মহামারির প্রেক্ষিতে যুক্ত হয়েছে। তবে এ জন্য কাউকে ফেরত পাঠাতে দেখা গেলো না। তবে মাস্ক না থাকলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
মেলার প্রথম দিন পর্যন্ত প্রকাশকরা ব্যস্ত দিলেন স্টল সাজাতে। অনেকেই স্টল সাজানো শেষ করতে পারেননি। আবার যারা স্টল সাজানো শেষ করেছিলেন তারা নতুন বই তুলতে পারেননি। তাই মেলায় দ্বিতীয় দিনে দেখা গেল বিক্রয় কর্মীরা সবাই বই সাজাতেই ব্যস্ত।
মেলায় খোলামেলা পরিবেশ দেশে দর্শনার্থীরা সন্তুষ প্রকাশ করেছেন। বিশাল মেলা প্রাঙ্গণের মাঝেমধ্যেই বসে বিশ্রাম নেওয়ার মতো ব্যস্তা রয়েছে।
প্রকাশকরার জানিয়েছেন, একদিকে করোনা সংক্রমণের ভয়, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই আপাতত দর্শনী কম মনে হলেও দুই চারদিন গেলে পাঠক-দর্শনার্থীরা ছুটে আসবেন বলে তাদের বিশ্বাস।
এপি/
