প্রস্তুতি ঘুরে দেখলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
বইমেলায় অংশগ্রহণকারীদের করোনা টিকা সনদ রাখতে হবে
অমর একুশে বইমেলার প্রস্তুতি ঘুরে দেখেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় তিনি বলেছেন, ‘বইমেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি উদ্বোধনের পর কেটে যাবে। মেলার সময়সীমা বাড়ানো হবে কি না তা শুরুর এক সপ্তাহ পর বলা সম্ভব হবে। এদিকে, বইমেলায় অংশগ্রহণকারী, প্রকাশক ও স্টলের কর্মচারিদের টিকা গ্রহণ করে সনদ সঙ্গে রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসতে হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি আয়োজিত বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ পরিদর্শন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এ সময় বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমদ উপস্থিত ছিলেন।
বইমেলার সময়সীমা বাড়ানো হতে পারে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, এটা নিশ্চিত করে বলা যাবে মেলার মাঝামাঝি সময়ে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে ১২ মার্চ পর্যন্ত বইমেলার সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন।
টিকা সনদ রাখতে হবে
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, ‘অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারি কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন; তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে। যারা টিকা গ্রহণ করেছেন তারা তাদের সনদটি সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসবেন।’
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।
বায়ান্ন’র মহান ভাষাশহিদদের স্মরণে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়নি। মেলা দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হচ্ছে।
কেএমএইচ/ এপি/