না ফেরার দেশে বাউল ইসলাম উদ্দিন
বাউল ইসলাম উদ্দিন চলে গেছেন না ফেরার দেশে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনার কেন্দুয়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাউল ইসলাম উদ্দিন ছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের খুব পছন্দের ও কাছে মানুষ ছিলেন। মন চাইলেই বাউলকে ডেকে নিয়ে রাতভর গান শুনতেন প্রয়াত কথাসাহিত্যিক।
দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। জীবনের শেষ দিনগুলো চরম অর্থকষ্টে কাটে তার। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হলে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ও জেলা-উপজেলা প্রশাসন তার সাহায্যে এগিয়ে আসে। তবে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি বাউলকে। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার স্ত্রী ও এক কন্যা রয়েছেন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে ১৯৫৬ সালে ৮ অক্টোবর জন্ম হয় বাউল ইসলাম উদ্দিনের। স্কুল জীবনেই বাউল গান সাধনা শুরু করেন। আপন মামা বাউল রঙ্গো মিয়ার গানে আকৃষ্ট হয়ে তার কাছ থেকেই বাউল গান শিখতে শুরু করেন। স্কুল জীবনে দর্শক মাতানো বাউল ইসলাম সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। শুরু হয় বাউল জীবন। শাস্ত্র ও গানের তত্ত্ব শেখার জন্য কেন্দুয়া উপজেলা বৈশ্যপাট্টা গ্রামের প্রখ্যাত বাউল সাধক আবেদ আলীর কাছে শিষ্যত্ব গ্রহণ করে সংগীত সাধনা শুরু করেন। অল্প সময়েই তার সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে।
তিনি ওস্তাদ আবেদ আলীসহ বাউল ইস্রাফিল, আব্দুল মজিদ তালুকদার, বাউল ইদ্রিছ মিয়া, বাউল মকবুল হোসেন সরকার, বাউল গিয়াস উদ্দিন, বাউল মাহাতাব উদ্দিন, বাউল দুদু মিয়া, বাউল শুনীল চন্দ্র কর্মকার, বাউল শামছুন্নাহার, বাউল আব্দুস সালাম, বাউল কিতাব আলীসহ বহু গুণী বাউলের সঙ্গে পালা ও মালজোড়া করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও গান গেয়েছেন একাধিকবার।
১৯৯৩ সালে ১২ জানুয়ারি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ একঝাঁক তারকা অভিনেতা ও শিল্পী নিয়ে গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে এলে এক সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হুমায়ুন আহমেদ ও তার স্ত্রীকে নিয়ে একটি গান গেয়ে ও কবিতা পাঠ করে হুমায়ুন আহমেদসহ সবার মন কাড়েন। এর পর বাউলকে নিয়ে যান ঢাকায়। তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘ঘেঁটু পুত্র কললা’সহ বিভিন্ন নাটকে অভিনয় করছেন বাউল ইসলাম উদ্দিন।
নেত্রকোনা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অসিত ঘোষ বলেন, আমরা একজন গুণী শিল্পী হারালাম। সংগীত ভুবনে তার অভাব পূরণ হওয়ার নয়। আমি তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এসএন