লাইফ সাপোর্টে আবৃত্তিশিল্পী হাসান আরিফ
ছবি: সংগ্রহ
করোনা আক্রান্ত আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থা অবনতি হয়েছে। এ অবস্থায় আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নিয়েছেন চিকিৎসকরা।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘হাসান আরিফের অক্সিজেন লেভেলে জটিলতার কারণে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।’
চিকিৎসকের বরাত দিয়ে নাসির উদ্দীন ইউসুফ আরও বলেন, ‘আরিফের দেহের অন্য অর্গানগুলো ভালো আছে। কিন্তু অক্সিজেন জটিলতার কারণে অন্য অর্গানগুলোতে চাপ পড়ছে বেশি। এতে অন্য অর্গানগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়েছে। যার জন্য তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।’
এর আগে তিনি বাসায় অসুস্থ পড়লে ২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।