বাংলা একাডেমির সভাপতি পদে যোগ দিলেন সেলিনা হোসেন
বাংলা একাডেমির সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাঁর যোগদান উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, ‘বাংলা একাডেমিতে ১৯৭০ সালে যোগদান করে ৩৪ বছর কাটিয়েছি। এটি আমার প্রাণের প্রতিষ্ঠান। যখন আমরা চাকুরিতে যোগদান করি তখন এত অবকাঠামোগত এবং আনুষঙ্গিক সুবিধা ছিল না। কিন্তু জাতির বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের সূতিকাগার হিসেবে আমরা এ প্রতিষ্ঠানকে ধারণ করেছি। শিশুতোষ পত্রিকা ধানশালিকের দেশ সম্পাদনার মধ্য দিয়ে বাংলাদেশের শিশুসাহিত্যের ধারাকে আধুনিক ও নবমাত্রিক করার প্রয়াস চালিয়েছি।’
তিনি বলেন, ‘একাডেমির সভাপতির দায়িত্বভার প্রাপ্তি আমার জন্য পরম আনন্দ ও গৌরবের বিষয়। সবার সহায়তায় আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মোবারক হোসেন, ড. জালাল আহমেদ, উপপরিচালক ড. সরকার আমিন, ড. তপন বাগচী প্রমুখ। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
৩ ফেব্রুয়ারি সেলিনা হোসেনকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রয়াত রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
এপি/