কবি কাজী রোজী আইসিউইতে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন কবি কাজী রোজী। তিনি দেশের একজন বিশিষ্ট কবি ছাড়াও দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী (আসন-৪৩) আসনের সংসদ সদস্য ছিলেন।
১৯৯৪ সালে কাজী রোজীর স্তন ক্যান্সার সনাক্ত হয়। অপারেশনের পর তিনি ক্যান্সার মুক্ত হয়েছিলেন। সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার গণমাধ্যমকে জানিয়েছেন, কাজী রোজী গুরুতর অসুস্থ। তাঁকে রবিবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সোমবার (৩১ জানুয়ারি) সকালে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। মাল্টিঅর্গান ফেইলরের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছেন না।
সুমী সিকানদার তার মায়ের রোগমুক্তির জন্য দেশে-বিদেশের বন্ধু-পরিজন সবার কাছে দোয়া চেয়েছেন।
কবি কাজী রোজীর জন্ম ১৯৪৯ সালের পয়লা জানুয়ারি সাতক্ষীরায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাস করেন। সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। ১৯৬০ সালের দশকে কবিতা লেখা শুরু করেন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০২১ সালে একুশে পদক পান। জাতীয় কবিতা পরিষদের সক্রিয় সদস্য।
কাজী রোজীর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- কাব্যগ্রন্থ ‘পথঘাট মানুষের নাম, ‘নষ্ট জোয়ার’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’, ‘লড়াই’, জীবনী গ্রন্থ ‘শহীদ কবি মেহেরুন নেসা’, প্রবন্ধ গ্রন্থ ‘রবীন্দ্রনাথ: রসিকতার কবিতা’।
এপি/
