মুক্তিযুদ্ধভিত্তিক গল্প লেখা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘গল্প লিখুন পুরস্কার জিতুন’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে ঢাকাপ্রকাশ। প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার (২৬ মার্চ) সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।
অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধাসহ শতাধিক ব্যক্তি গল্প পাঠান। প্রাপ্ত গল্প থেকে বিচারক প্যানেল ২০ টি গল্প মনোনীত করেন। সেখান থেকে লটারির মাধ্যমে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে 'চিত্রা পাড়ের জোৎস্নায়' লেখক- অলোক আচার্য, দ্বিতীয় হয়েছে 'অভিমানী মুক্তিযোদ্ধা' লেখক-দেওয়ান সামছুর রহমান এবং তৃতীয় হয়েছে 'একজন মুকিত মাস্টারের একাত্তরের জীবন' লেখক- মুক্তিযোদ্ধা দিলু রোকিবা।
ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ও বিচারক প্যানেলের সদস্য ড. সারিয়া সুলতানা বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প লেখা প্রতিযোগিতায় সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাসহ অনেক পাঠক লেখা পাঠিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য চমৎকার ভাবে গল্পের মাধ্যমে উঠে এসেছে। ভবিষ্যতে এমন আরও ভালো গল্প পাঠকরা আমাদের উপহার দেবেন আমরা সেই প্রত্যাশা করি।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক ও প্রতিযোগিতাটির বিচারক প্যানেলের আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প লেখা প্রতিযোগিতায় সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাসহ অনেক পাঠকের লেখা পড়েছি। তাদের এই লেখনি আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখবে। এসব ইতিহাস জানার মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হবে ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের জীবন গড়ে তুলবে। ভবিষ্যতে এমন আরও ভালো গল্প পাঠকরা আমাদের উপহার দেবেন আমরা সেই প্রত্যাশা করি।
বিজয়ীদের আগামী ৭ এপ্রিল বিকাল ৪টায় ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
মনোনীত ২০টি গল্প পর্যায়ক্রমে ঢাকাপ্রকাশের ইতিহাস-ঐতিহ্য বিভাগে প্রকাশ করা হবে।
প্রয়োজনে যোগাযোগ: ০১৭৭৯৪৭৫৭৯০
ডিএসএস/এএস