‘জনকের অনন্তযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী
আজিজুল হাকিম ২৬ বছর পর মঞ্চে ফিরছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘জনকের অনন্তযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী হচ্ছে আজ শনিবার (৪ ডিসেম্বর)। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘ ২৬ বছর পর মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।
সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা প্রধান মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবিবার (৫ ডিসেম্বর) একই মঞ্চে একই সময়ে দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাট্যকার মাসুম রেজা রচিত নাটকটির প্রযোজনা উপদেষ্টা লিয়াকত আলী লাকী। মাসুম রেজা বলেন, “আমার দীর্ঘদিনের বন্ধু আজিজুল হাকিম দীর্ঘদিন থিয়েটারের বাইরে ছিল। প্রায় ২৬ বছর পরে আবার ফিরছে মঞ্চে। তার ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখতে আসুন ‘জনকের অনন্তযাত্রা’য়।” নাটকটি সম্পর্কে তিনি বলেন, ‘জনকের অনন্তযাত্রা’ সত্যাশ্রয়ী গল্প, গল্পাশ্রয়ী সত্য। অজানা অনেক কিছু জানতে চলে আসুন।’
‘জনকের অনন্তযাত্রা’র মিউজিক করেছেন ব্যান্ড তারকা ফোয়াদ নাসের বাবু। পোস্টারের ডিজাইন করেছেন চারু পিন্টু।
এপি/এসএ/
