বিশ্বকবি মঞ্চের আলোচনা ও সম্মাননা প্রদান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে আলোচনা সভা,কবিতা পাঠ, গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে লেখক ও শিল্পসহ পাঁচ জনকে দেওয়া হয় বিশ্ব কবিমঞ্চ সম্মাননা ২০২৩।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি ড. সৈয়দ আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।
মুখ্য আলোচক ছিলেন ড. গোলাম মোস্তফা। সম্মানিত অতিথি ছিলেন দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, বিশিষ্ট সংগীত শিল্পী এ.এম.এম.মহীউজ্জামান ময়না, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক আতাতুর্ক কামাল পাশা,রেড টাইমস এর প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব।
আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের বিশ্ব কবিমঞ্চ আগরতলা শাখার সম্পাদক কবি সুমিতা বর্ধন,অনুস্বর পত্রিকার সম্পাদক কবি সুচিত্রা দাস। স্বাগত বক্তব্য দেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি পুলক কান্তি ধর।
শুরুতেই উদ্বোধনী সংগীত পরিবেশ করেন বিশিষ্ট লোক সংগীতশিল্পী লাভলী দেব। কবি লিলি শেঠের সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি রিফাত নিগার সাফলা,চন্দ্র শেখর দেব, রাহানা সাব্বির চৌধুরী মনি,অমিতা মজুমদার, গোলাম কিবরিয়া, রাজিয়া রহমান, চামেলী সিনহা, সজিব তুষার,তাহমীন চৌধুরী, রেহানা বেগম, ফয়জুল করিম সংগীত পরিবেশন করেন শিল্পী আক্তার, সারোয়ার মাহিন।
কবিমঞ্চ প্রকাশনী থেকে অমর একুশে বইমেলায় প্রকাশিত মায়া ওয়াহেদ সম্পাদিত জীবনী গ্রন্থ শাশ্বতিক রনি প্রেন্টিস রয় সন্দর্ভ,কবিতার বই অঞ্জন ভৌমিক দূরবীনের ওপারে তুমি,সুমা দাস এর অপার্থিব এবং ড. আজিজুল আম্বিয়ার প্রবন্ধের বই গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ।
অনুষ্ঠানে বিশ্ব কবিমঞ্চ সম্মাননা ২০২৩ প্রদান করা হয় প্রবন্ধ সাহিত্যে অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, ড. আজিজুল আম্বিয়া, লোক সংগীতে লাভলী দেব, কবিতায় সুমিতা বর্ধন ও সুচিত্রা দাসকে (ত্রিপুরা, ভারত)।
এনএইচবি/এমএমএ/