বইমেলায় ইমরান মাহফুজের নতুন দুই বই
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, গবেষক, সাংবাদিক ইমরান মাহফুজের নতুন দুই বই।
ইমরান মাহফুজ এর নতুন কবিতার বই ‘মুখোশপরা পাঠশালা’ প্রকাশ করছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বইটির প্রচ্ছদ করেছেন আনোয়ার সোহেল। বইটির মলাট মূল্য ২০০ টাকা।
‘মুখোশপরা পাঠশালা’ কবির তৃতীয় কাব্যগ্রন্থ। এই কবিতার বইটির পাণ্ডুলিপি নিয়ে দীর্ঘ তিন বছর যাবৎ কাজ করছেন তিনি। বইটি সম্পর্কে তিনি বলেন, সময় কতটা যে বদলেছে, আমরা এখন কাউকে শ্রদ্ধা করি যতটা না ভালোবাসে-তার চেয়ে ভয়ে আর কিছু পাবার আশায়। এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ না। এই কপটতা শেষবেলায় বাড়ায় হাহাকার। ফলে আমি যা বিশ্বাস করে যা বুঝি এবং যা জানি তাই শিল্পের পাতায় এঁকেছি। আমি মনে করি প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মানুষ হওয়ার জন্যে মন ও মনন-দুই-ই দরকার। সে পথের যাত্রীদের জন্য কবিতাগুলো।
‘শতবছরের সংগ্রামে একাত্তরের আলমডাঙ্গা’ নামে আরেকটি বই প্রকাশিত হয়েছে দুয়ার প্রকাশনী থেকে। বইটি মেলায় ৫৭০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এই বই এ আলমডাঙ্গার প্রায় দুশ বছরের ইতিহাস রয়েছে।
ইমরান মাহফুজের লেখালেখি শুরু ২০০৫ সাল থেকে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দীর্ঘস্থায়ী শোকসভা। কায়দা করে বেঁচে থাকো কবির পাঠক প্রিয় অন্যতম বই। তার প্রকাশিত গ্রন্থ ১১টি। তার সম্পাদনা ও গবেষণা গ্রন্থ বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও এমফিলে পাঠ্য সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহার হচ্ছে গত কয়েক বছর ধরে।
ইমরান মাহফুজের জন্ম ১০ অক্টোবর কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। সম্পাদনা করেন কালের ধ্বনি। নিজ গ্রামে ইমরান মাহফুজ প্রতিষ্ঠা করেছেন ‘বিলকিছ আলম পাঠাগার’। কর্মজীবনে দ্য ডেইলি স্টারে কর্মরত আছেন তিনি।
লেখালেখির পাশাপাশি নির্মাণ করেছেন সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমদকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘দুর্লভ এই আলো’।
কাজের স্বীকৃতি স্বরূপ ইমরান মাহফুজ অর্জন করেছেন পশ্চিমবঙ্গের যুগ সাগ্নিক একুশে সম্মাননা, কমনওয়েলথ ইয়ুথ ফিউচার সামিট স্মারক, অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী কলকাতা স্মারক, সিএনসি-আবুল মনসুর আহমদ গবেষণা পুরস্কার, আবুল মনসুর আহমদ গবেষণা পুরস্কার, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মৃতি পুরস্কারসহ নানা সম্মাননা।
এমএমএ/