মেলার ২১তম দিনে নতুন বই এসেছে ৩০৩টি
মেলার একুশতম দিনে নতুন বই এসেছে ৩০৩টি। গতকাল শনিবার এ সংখ্যা ছিল ১০০টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮৪টিতে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায় মঙ্গলবার মেলাতে, গল্প ৪২টি, উপন্যাস ৩৪টি, প্রবন্ধ ১৬টি, কবিতা ৯৬টি, গবেষণা ১২টি, শিশুসাহিত্য ৭টি, জীবনী ৬টি, রচনাবলী ৪টি, মুক্তিযুদ্ধ ৭টি, নাটক ৫টি, বিজ্ঞান ৪টি, ভ্রমণ ৯টি, ইতিহাস ৬টি, রাজনীতি ২টি, স্বাস্থ্য/চিকিৎসা ৩টি, বঙ্গবন্ধু ৩টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ৬টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ২১টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার দ্বাবিংশ তম দিনে ২২ ফেব্রুয়ারি (বুধবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত করি কবিতা ও ছড়া এবং জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত লোকায়ত সাহিত্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে উপস্থাপনা করবে মতিন রায়হান ও সুমনকুমার দাশ। আলোচনার অংশগ্রহণ করবেন তারিক সুজাত, তপন বাগচী, মোস্তাক আহমদ দীন এবং অনুপম হীরা মণ্ডল।
এমএমএ/