মাতৃভাষা দিবসে বইমেলায় উপচে পড়া ভিড়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে একুশের চেতনায় উজ্জীবিত অমর একুশে বইমেলায় লক্ষ্য করা গেছে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজার হাজার দর্শনার্থী। শ্রদ্ধা নিবেদন শেষে দেশি-বিদেশি এ সব দর্শনার্থী ভিড় করছেন বইমেলায়।
প্রকাশকরা বলছেন, একুশের চেতনাকে ঘিরে আজকেও বেশ কিছু নতুন বই আসার কথা রয়েছে। যারা একুশের ভাষা আন্দোলনকে দেখেনি এ সব বই পড়ে সেই তরুণ প্রজন্ম একুশের চেতনাকে উপলব্ধি করতে পারবে। অবশ্য ক্রেতারা বলছে, আজ বই কেনার সময়। এজন্য শহীদদের শ্রদ্ধা জানতে এসে বইমেলায় এসেছি।
দেখা গেছে, আজ ছুটির দিনে দুপুর গড়ানোর আগেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলা প্রাঙ্গণে লেখক, প্রকাশক, পাঠক ও ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সকাল ৮টা থেকে কিছু মানুষ বই মেলায় ভিড় করতে থাকে। অন্যদিকে, ১০টার পর ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীরা প্রচুর ভিড় করতে থাকেন।
মেলায় বই কিনতে এসেছেন সাগর নামের এক ছাত্র। তিনি বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসছি। পরে মেলায় বই কিনতে আসলাম। কয়েকটি পছন্দের বই কিনেছি।
বই কিনতে আসা ক্রেতা মুন্নি খাতুন বলেন, আজ শহীদদের শ্রদ্ধা জানিয়ে বন্ধু-বান্ধবসহ মেলায় এসেছি বই কিনতে। অনেকগুলো বই কিনেছি। আরও কিনব।
কেএম/আরএ/