বইমেলায় সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৮ স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার
অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহেমদ (অরপি) এর ৮টি থ্রিলার পাওয়া যাচ্ছে। লাকি মাই লাভ, হিরো!, দেবদূত!, হিরোর সাথে নীল জোনাকী!, লাকসাম জংশন!, আর একবার যদি, জ্বীন পরী ভালোবাসা ও নীল চশমা। সবগুলো বই বইমেলায় এনেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বইমেলা ২০২৩ এ অনন্যার প্যাভিলিয়ন ২৮ এর বইগুলো পাওয়া যাচ্ছে। সবগুলো বই প্রকাশ করেছে অনন্যা এবং বইগুলোর প্রচ্ছদ করেছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ঋষি ধ্রুব এষ।
স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার বইগুলোর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে হিরো নামের এক তরুণ। খুবই সাধারণ তার জীবন যাপন, সাধারন মানুষের মধ্যেই তার বসবাস। প্রকৃতির সঙ্গে অদ্ভুত এক মিল রয়েছে ওর। আচার আচরণও তার খুবই অদ্ভুত। সবাই হিরোর কর্মকাণ্ডকে অবাক হয়ে দেখে আর ভাবে, ওকি কোন মানুষ? নাকি অন্যকিছু! সব কিছুই যেন ও আগে থেকেই জেনে যায়। সবই যেন ও আগে থেকেই বলে দিতে পারে। যার সান্নিধ্যেই আসে সবাই ওকে মুগ্ধ চোখে দেখে আর অবাক বিষ্ময়ে তাকিয়ে তাকিয়ে ওর বিভিন্ন কর্মকাণ্ড উপভোগ করে।
আমাদের আশেপাশে প্রতিদিনই শত শত মানুষ দেখা যায়। এদের কেউ আমাদের চেনা, কেউবা অচেনা। ফকির দরবেশ সাধু সন্নাসী নানা মানুষের ভিড়ে কে যে আসলেই কী তা সাধারণ মানুষের জানার বাইরে। মানুষের ভেতরেই বাস করে অন্য আরেক মানুষ। এই অন্য মানুষকে চিনতে হলে জানতে হলে অন্য আলোয় দেখার ক্ষমতা থাকতে হয়। যা সবার থাকে না।
আঠারো উনিশ বিশ বছরের এক যুবক। সাদা জিন্সের প্যান্টের সাথে হালকা শর্ট নীল পাঞ্জাবী পায়ে বাদামী রঙের স্যান্ডেল আর কাঁধে বাদামি আর কালো রঙের মিশ্রণে তৈরি একটি চামড়ার ব্যাগ এই তার সম্বল। ধবধবে ফর্সা হালকা পাতলা শরীর ওর। যেনো সবার মাঝেই ও আলো ছড়িয়ে চলেছে। সবাই ওর কর্মকাণ্ডে মুগ্ধ হয়। মনের গহীনে এক ধরনের রোমাঞ্চ অনুভব করে। সবাই ওকে ভালোবাসতে থাকে। সবাই ওর সান্নিধ্যে আসতে চায়। সবাই ওর মতো হতে চায়।
সাধারণ এক মানুষের বেশেই হিরো নামের এই অপুর্ব সুন্দর তরুণ হাজির হয় বিভিন্ন জায়গায়। শোনায় নানা কথা। কেউ বিশ্বাস করে। আবার কেউ পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়। কিন্তু ঘটনায় হিরো’র আর্বিভাবের সঙ্গে সঙ্গেই ঘটতে থাকে নানা ঘটনা। সাধারণ মানুষের ভীড়ে সাধারন মানুষের মতো করেই ওর চলাফেরা। আপাত:দৃষ্টিতে কথাবার্তা আচার আচরণ আর বিচরণ সাধারণ মানুষের সঙ্গেেই। কিন্তু অন্য আলোয় তাকালে সাধারণ এক হিরোর মাঝেই দেখা মিলে অন্য আরেক অসাধারণ মানুষের! অন্য কিছুর! বিশ্বাস অবিশ্বাস যার যার কাছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর! যার যার কর্ম আর বিশ্বাস শুধু তার তারই।
হিরোর কর্মকাণ্ডে সবাই অবাক হয়। বিভ্রান্তি ছড়িয়ে পড়ে আাশেপাশের সবার মাঝে। সবাই জানতে চায় ’কে এই হিরো’, কি ও। কিন্তু কারও কাছে ওর সম্পর্কে কোনো তথ্য নেই। লেখকের কাছেও নেই। শিব্বীর আহমেদ’র লেখা এই ৮টি সুপারন্যাচারাল থ্রিলারেই মিলবে হিরো নামের এই অদ্ভুত এক তরুণের দেখা। বইগুলো পড়ে আপনি যদি বুঝতে পারেন ওকে, তাহলে লেখককে জানানোর জন্য অনুরোধ রাইল।
এমএমএ/