মেলার সপ্তম দিনে নতুন বই এসেছে ১০৪টি
বইমেলার সপ্তম দিনে আজ নতুন বই এসেছে ১০৪টি। গতকাল সোমবার এ সংখ্যাটি ছিল ১২১। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৫৪৫টিতে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায় মঙ্গলবার মেলায় গল্প ১৩টি, উপন্যাস ১৬টি, প্রবন্ধ ২টি, কবিতা ৩১টি, গবেষণা ২টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ৫টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ১৩টি নতুন বই এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার অষ্টম দিনে ৮ ফেব্রুয়ারি (বুধবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৯টা পর্যন্ত।
এদিকে ৪টায় বইমেলার মূলমঞ্চে শেষ সাদী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : ওস্তাদ আলী আকবর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইম রানা। আলোচনার অংশগ্রহণ করবেন কমল খালিদ এবং আলী এফ এম রেজওয়ান।
এসজি