জাতীয় জাদুঘরে বিশেষজ্ঞ বক্তৃতা
বঙ্গবন্ধু অনন্যসাধারণ ব্যতিক্রমী মহামানব
জাতীয় জাদুঘরে ‘হে মহামানব একবার এসো ফিরে’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনারে অতিথিরা
বাংলাদেশ জাতীয় জাদুঘর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘হে মহামানব একবার এসো ফিরে’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার আয়োজন করে।
বুধবার (১২ জানুয়ারি) জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও সংস্কৃতিজন অধ্যাপক কাজী মদিনা। সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সঞ্চালনা করেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
মূল প্রবন্ধে অধ্যাপক কাজী মদিনা বলেন, ‘বঙ্গবন্ধু বিশ শতকের আধুনিক দর্শন ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদ চিন্তা-চেতনা বাঙালির মননে মেধায় গেঁথে দিয়েছেন পরম যত্নে। আমাদের বিস্মৃত জাতিসত্তাকে তিনি জাগ্রত করেছেন। উজ্জীবিত করেছেন। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে একজন ব্যক্তির নাম নয়, তিনি একজন অনন্যসাধারণ ব্যতিক্রমী মহামানব। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন সফলতার সাথে বাস্তবায়নও করেছেন। এই মহামানব সময়কে হাতের মুঠোয় এনে সৃষ্টি করেছেন ইতিহাস।’
কে এম খালিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুকে হারিয়ে সারা বাংলার মানুষ আর্তনাদ করে কাঁদছে।’
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন, তিনি শক্তি। তাঁর স্বপ্ন ছিল সুদূর প্রসারী। ব্যক্তি বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে কিন্তু তাঁর আদর্শের মৃত্যু হয় নাই। মুজিব মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করে বেঁছে আছেন, বেঁছে থাকবেন চিরকাল।’
এপি/