বিষখালী-খাকদন মোহনায় ‘জোছনা উৎসব’
বরগুনার বিষখালী ও খাকদন নদীর মোহনায় ‘জোছনা উৎসব’ আয়োজিত হয়েছে। ৭ বছর ধরে এ উৎসবের আয়োজন করছে বরগুনা জেলা জোছনা উৎসব বাস্তবায়ন কমিটি।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে বরগুনার বড়ইতলা ফেরিতে এ উৎসবের আয়োজন করা হয়। এবারের জোছনা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক জালাল উদ্দীন।
উৎসবে বরগুনার ছেলে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এম. হাসানুল ইসলাম, রাজবাড়ী জেলা ও দায়রা জজ এম. রুহুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল আলীম, আইনজীবী লুৎফুর রহমান, প্রকৌশলী ও সাহিত্যিক শেখর বরণ দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ও সাংবাদিক সঞ্জীব দাস, জেলা শিল্পকলা একাডেমি সম্পাদক মুনিরুজ্জামান প্রমুখসহ শিল্পী, সাহিত্যিক, উন্নয়নকর্মী, শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা অংশগ্রহণ করেন।
২০১৫ সাল থেকে বরগুনার খাকদন-বিষখালী নদীর মোহনায় জোছনা উৎসবের সূচনা হয়। জেলার তরুণ পর্যটন-উদ্যোক্তা, শিশু-কিশোরসহ কয়েক শতাধিক নাগরিকের অংশগ্রহণে বঙ্গোপসাগর থেকে মাত্র ২০ কিলোমিটার ভেতরে খাকদন ও বিষখালী নদীর নৈসর্গিক মোহনায় শুরু হয় জোছনায় আনন্দ আড্ডা।
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নদীর বুকে ‘জলতরী ফেরি’তে ভেসে বর্ণিল আতশবাজি, রঙিন ফানুস, জোছনার গান, গল্প-কবিতা ছাড়াও নানা আয়োজনে শেষ হয়েছে জোছনা উৎসব।
অ্যাডভোকেট সোহেল হাফিজের নেতৃত্বে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় উৎসবের সূচনা হয়। এরপর থেকে বরগুনা জেলা জোছনা উৎসব বাস্তবায়ন কমিটি তাদের উৎসবের আয়োজন করছে।
ওএফএস