এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা
‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২২’-এর জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-সামগ্রিক অবদানের জন্য কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক এবং নবীন সাহিত্যশ্রেণিতে মৌরি মরিয়ম। বুধবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্পসৃষ্টিতে প্রেরণা জোগাতে ২০১৫ সালে প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’।
আনোয়ারা সৈয়দ হক
আনোয়ারা সৈয়দ হক ছয় দশক ধরে লিখছেন আনোয়ারা সৈয়দ হক । তার লেখায় বারবার উঠে আসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আর মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা। এ ছাড়া, নারী জীবনের টানোপোড়েন, নারীর বঞ্চিত, লাঞ্ছিত ও অবহেলিত জীবনযাপনের কথা তাঁর সাহিত্যে প্রধান একটি উপাদান হিসেবে কাজ করেছে। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিকগুলোও তিনি তুলে ধরেন তার লেখায়। তার জন্ম ১৯৪০ সালের ৫ নভেম্বর, যশোর জেলার মোহনগঞ্জের চুড়িপট্টিতে। মা প্রয়াত আছিয়া খাতুন চৌধুরী। বাবা প্রয়াত গোলাম রফিউদ্দিন চৌধুরী। স্বামী সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক। ১৯৬৫ সালে আনোয়ারা সৈয়দ হক ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। লন্ডন থেকে মনোবিজ্ঞানে এমআরসিপি ডিগ্রি লাভ করেন, ১৯৮১ সালে।
১৯৬৫ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীর মেডিকেল কোরে লেফটেন্যান্ট হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজ এবং যুক্তরাজ্য ও স্কটল্যান্ডের বিভিন্ন হাসপাতালে। বর্তমানে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মনোরোগ বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
মৌরি মরিয়ম
সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ লেখক মৌরি মরিয়ম। তার লেখায় মানবিক সম্পর্ক, প্রেম, মান-অভিমান, ভ্রমণ, যাপিত জীবন সমকালের প্রেক্ষাপটে এইসব বিষয় মূর্ত হয়ে ওঠে। তার জন্ম বরিশালের গৌরনদী উপজেলায়, ১৯৯১ সালের ২৫ মে। মা মনজু বেগম। বাবা প্রয়াত আজিজুল হক। মৌরি মরিয়মের ছোটবেলা কেটেছে ঢাকার ধানমন্ডির রায়ের বাজারে। বেড়ে উঠেছেন এই এলাকাতেই। পড়েছেন ধানমন্ডি গার্লস স্কুল, বদরুন্নেসা কলেজ এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। সাংবাদিকতায় স্নাতক।
লেখালেখির সূচনা গল্প-উপন্যাস পড়ার সূত্রে। তার প্রিয় লেখকদের মধ্যে রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুহ, হুমায়ূন আহমেদ, জে. কে. রাওলিং, নিকোলাস স্পার্কস। প্রথম লেখাটি প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে। তবে তিনি ২০১৫ সালে নিয়মিত লেখালেখি শুরু করেন, অনলাইনে।
প্রথম প্রকাশিত গ্রন্থ ‘প্রেমাতাল’। ২০১৮ সালে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তাঁর এই উপন্যাস। সংযোগ ঘটে মুদ্রণমাধ্যমের সঙ্গে। তাঁকে সুপরিচিতি এনে দেয় ‘অভিমানিনী’ (২০১৯) উপন্যাসটি। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ হচ্ছেÑতোমায় হৃদ মাঝারে রাখবো, সুখী বিবাহিত ব্যাচেলর, হাওয়াই মিঠাই, ফানুস, মহাযাত্রা (১ম খ-), শিকদার সাহেবের দিনলিপি, দুয়ারে দ্বিধার দেয়াল, মহাযাত্রা (২য় খ-), দেয়াল ভাঙার গান। তাঁর আগামী গ্রন্থ হচ্ছে ‘নাইওরি’। এখানে গ্রামীণ পটভূমিতে বাস্তবের এক আশ্চর্য ঘটনা তিনি তুলে ধরেছেন।
‘ফানুস’ উপন্যাসের জন্য নবীন সাহিত্যশ্রেণিতে ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২২’ অর্জন করলেন মৌরি মরিয়ম। এটি তাঁর প্রথম পুরস্কার।
এমএমএ/