মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

গ্রুপ থিয়েটার ফেডারেশানের ৪১ বছর পূর্তি অনুষ্ঠিত

সারা দেশের নাট্যকর্মীদের দেশ, মানুষ ও শিল্পের প্রতি প্রতি দায়বদ্ধ থেকে নাটকের সামগ্রিক বিকাশ ও অগ্রগতির লক্ষে ১৯৮০ সালের ২৯ নভেম্বর বাংলাদশে গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এবার ছিল সংগঠনের ৪১তম বর্ষপূর্তি। এ উপলক্ষে আলোচনা ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হলো ফেডারেশানের ৪১তম বর্ষপূর্তির অনুষ্ঠান।  

‘গ্রুপ থিয়েটার দিবস’ হিসেবে স্বীকৃত ২৯ নভেম্বর উপলক্ষে প্রতি বছর বিশেষ আয়োজন থাকে। এবার করোনার জন্য সংক্ষিপ্তভাবে সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় ‘গ্রুপ থিয়েটার চর্চার ৫০ বছর’ শীর্ষক আলোচনা হয়।

অনুষ্ঠানে করোনা মহামারীর মধ্যে ফেডারেশান যে স্বজনদের হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের স্মরণে আলোচনা হয়। গ্রুপ থিয়েটার দিবসের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ, নাট্যজন নাসির উদ্দিন ইউসফু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ। সভাপতিত্ব করেন ফেডারেশানের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী।

 

Header Ad
Header Ad

জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি  

ছবিঃ সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে পোশাক খাতের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১২ শতাংশ বেড়েছে। এই সাত মাসে বাংলাদেশ ২৩.৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছ।

এর মধ্যে কেবল জানুয়ারিতেই রপ্তানি আয় ৫.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২৫.৯৪ বিলিয়ন ডলার।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত চার মাসে (সেপ্টেম্বর-ডিসেম্বর) টানা দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের পর ২০২৫ সালের জানুয়ারিতে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে। যেখানে এক মাসে রপ্তানি মূল্য ছিল ৩৬৬ কোটি ডলার।

নিটওয়্যার খাতে ৬ দশমিক ৬২ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানিতে ৪ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির পরিসংখ্যানগুলো উত্সাহজনক হলেও সেগুলো শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিশেষত দাম এবং ব্যয়ের চাপকে পুরোপুরি প্রতিফলিত করে না।

রুবেল বলেন, এই প্রবণতাকে প্রভাবিত করে এমন নির্দিষ্ট কারণগুলো যেমন বাজার-নির্দিষ্ট কর্মকাণ্ড, পণ্য এবং বাজারের ঘনত্ব এবং অন্যান্য পরিবর্তনগুলো শনাক্ত করার জন্য আরও বিশ্লেষণ প্রয়োজন। গত বছর বৈশ্বিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে সঙ্কুচিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে তীব্র মূল্য প্রতিযোগিতাও দেখা দিয়েছে।

তিনি বলেন, চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য কিছু সুযোগ রয়েছে। রুবেল বলেন, তবে জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক/ব্যাংকিং খাতের স্থিতিশীলতাসহ ব্যবসায়িক কার্যক্রমকে সহায়তার জন্য বেশ কয়েকটি অগ্রাধিকার মোকাবিলা করা দরকার।

Header Ad
Header Ad

রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় সড়ক পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে ১১ বছরের এক শিশু। গতকাল রোববার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর সোমবার সন্ধ্যায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা ইমরান রাজিব।

নিখোঁজ শিশুর নাম আরাবি ইসলাম সুবা। বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে সে। পরিবারের সঙ্গে মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় আসে সুবা। তার মা ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তারা বর্তমানে আদাবর এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন।

শিশুটির বাবা ইমরান রাজিব জানান, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। সড়ক পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা এগিয়ে গেলে সে পেছনে ফিরে দেখে সুবা আর নেই। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, "নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে।"

এদিকে, পুলিশের একটি দল ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এক কর্মকর্তা জানান, টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে সুবাকে হাঁটতে দেখা গেছে। সেখানে তার সঙ্গে তার ফুফাতো ভাইয়ের পাশাপাশি আরেকজন ছিল। পরে তারা ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে কেউ তাকে চিনতে পারে এবং সন্ধানের জন্য সহায়তা করতে পারে।

 

Header Ad
Header Ad

টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ আলির ৫ উইকেট শিকার এবং তাওহীদ হৃদয়ের আসরসেরা ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের প্রতিপক্ষ হবে খুলনা টাইগার্স।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তবে শুরু থেকেই চাপে পড়ে তারা। বরিশালের ক্যারিবীয় তারকা কাইল মায়ার্স প্রথম ১৩ বলের মধ্যেই খাজা নাফায় ও গ্রাহাম ক্লার্ককে ফিরিয়ে দেন। এরপরই নামেন মোহাম্মদ আলি, যিনি তার বিপিএল অভিষেক ম্যাচেই বাজিমাত করেন।

এই পাকিস্তানি পেসার ২৪ রানে ৫ উইকেট নিয়ে বিপিএল অভিষেকে ফাইফার পাওয়া দ্বিতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন। শুধু তাই নয়, এক ওভারে ৪ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিরল কীর্তি গড়েন তিনি।

তবে শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৭ রানের জুটি গড়ে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। শামীম মাত্র ৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। ইমন ৩৬ বলে ৩৬ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয় বরিশাল। ওপেনিং জুটিতে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ৫৫ রান যোগ করেন তাওহীদ হৃদয়। নবম ওভারে ২৬ বলে ২৯ রান করা তামিম ফিরে গেলেও বরিশালের জয়ের পথে কোনো বাধা আসেনি।

এরপর হৃদয়ের সঙ্গে যোগ দেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে ১৬ বল হাতে রেখেই জয় এনে দেন। মালান ২২ বলে ৩৪ রান করেন। অন্যদিকে, হৃদয় ৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা এবারের বিপিএলে তার সেরা পারফরম্যান্স।

এই জয়ের ফলে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। এখন তাদের সামনে মাত্র এক বাধা—বিপিএল ফাইনাল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি  
রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, ৭ দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস
নারী ভক্তদের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ: বললেন, ‘সবটাই জনপ্রিয়তার কারণে’
টাঙ্গাইলে রডমিস্ত্রিকে গলাকেটে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা, সৌদি আরবে গ্রেপ্তার ১০ পাকিস্তানি
আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে: প্রেস সচিব  
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার! শিক্ষা কর্মকর্তাকে প্রভাষকের হুমকি  
তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ : স্বরাষ্ট্র উপদেষ্টা  
তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা : সাবেক বিমানমন্ত্রী ফারুক খানের পোস্ট ভাইরাল
চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ : আদালতে প্রাঙ্গণে পলক  
১১ দফা দাবিতে মতিঝিলে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সমাবেশ
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার  
কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা