গ্রুপ থিয়েটার ফেডারেশানের ৪১ বছর পূর্তি অনুষ্ঠিত
সারা দেশের নাট্যকর্মীদের দেশ, মানুষ ও শিল্পের প্রতি প্রতি দায়বদ্ধ থেকে নাটকের সামগ্রিক বিকাশ ও অগ্রগতির লক্ষে ১৯৮০ সালের ২৯ নভেম্বর বাংলাদশে গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এবার ছিল সংগঠনের ৪১তম বর্ষপূর্তি। এ উপলক্ষে আলোচনা ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হলো ফেডারেশানের ৪১তম বর্ষপূর্তির অনুষ্ঠান।
‘গ্রুপ থিয়েটার দিবস’ হিসেবে স্বীকৃত ২৯ নভেম্বর উপলক্ষে প্রতি বছর বিশেষ আয়োজন থাকে। এবার করোনার জন্য সংক্ষিপ্তভাবে সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় ‘গ্রুপ থিয়েটার চর্চার ৫০ বছর’ শীর্ষক আলোচনা হয়।
অনুষ্ঠানে করোনা মহামারীর মধ্যে ফেডারেশান যে স্বজনদের হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের স্মরণে আলোচনা হয়। গ্রুপ থিয়েটার দিবসের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ, নাট্যজন নাসির উদ্দিন ইউসফু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ। সভাপতিত্ব করেন ফেডারেশানের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী।