জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষাকল্প অনুষ্ঠিত
বর্ষার সতেজ প্রকৃতি যেমন মানুষের মনকে অনুরণিত করে, তেমনি কর্মব্যস্ত মানুষ এ সময় নির্মল বাতাসে প্রাণ জুড়াতে পারে। বর্ষাকালকে বরণ করে নিতে 'এসো করো স্নান নবধারা জলে' স্লোগানে বর্ষাকল্প-১৪২৯ উদযাপন করেছে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদ।
বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বর্ষাকল্প উদযাপন করা হয়। বর্ষাকল্প অনুষ্ঠানটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত সব মানুষকে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যজন মাসুম আজিজ এবং গণসংগীতশিল্পী ও সংগীতে একুশে পদকপ্রাপ্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, উদীচী কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের নেতারা ।
এসময় কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন, সাম্প্রদায়িকতা যেভাবে আমাদের গ্রাস করছে সেটি মোকাবিলা করার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। উদীচী শিল্পীগোষ্ঠী ১৯৯৯ সালে আক্রান্ত হয়েছে অসাম্প্রদায়িক চেতনার জন্য। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর উদীচী শিল্পীগোষ্ঠীই এগিয়ে এসেছিল প্রতিবাদ জানানোর জন্য।
এসময় একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যজন মাসুম আজিজ বলেন, যে গান মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। যে গান মেহনতি মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। মানুষের কথা বলাই সংস্কৃতির কাজ।
উদীচী সংসদের পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদসহ অন্যান্য সহযোগী সংগঠন।
এসএন