নিউইয়র্কে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট ’ ৬ মে
‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’-এর পোস্টার
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৬ মে অনুষ্ঠিত হবে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’।
১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর স্মরণে ও এই মহান কর্মের কৃতজ্ঞতা স্বরূপ এবং স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এটি আয়োজন করছে।
‘গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসার্ট’ এ গান গাইবেন বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘স্করপিয়ন’। স্করপিয়ন জার্মানির হানোফার শহরের একটি হেভি মেটাল ও রক সঙ্গীত ব্যান্ড। এছাড়াও কনসার্টে ‘স্করপিয়ন’-এর সঙ্গে বাংলাদেশের ‘চিরকুট’ সংগীত পরিবেশন করবে।
কনসার্ট থেকে সংগৃহীত অর্থ স্বল্পোন্নত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ব্যয় করা হবে বলে গত ২ এপ্রিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘আমরা কৃতজ্ঞ জাতি। বিশ্বের কাছে বিজয়ী জাতি। সম্ভাবনাময়ী যোদ্ধা জাতি। এই প্রসঙ্গগুলোই আমরা এবার সঙ্গীতের ভাষায় তুলে ধরবো। কেননা শব্দ ব্যর্থ হলেও সঙ্গীত সফল হয়।’
এই কনসার্টসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার (৩ মে) রাতে ১১ দিনের সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
এপি/