মানবিক ও সম্প্রীতির বন্ধন যেন সুদৃঢ় হয়: ঢাবি ভিসি
বাংলা নতুন বছরে মানবিক ও সম্প্রীতির বন্ধন যেন সুদৃঢ় হয়--তেমন প্রত্যাশা ব্যাক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘নতুন বছরে প্রত্যাশা-আমাদের যে উন্নয়নের ধারা সেটি যেন চলমান থাকে এবং মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে। মানুষের মাঝে মানবিক ও সম্প্রীতির বন্ধন যেন সুদৃঢ় হয়।’
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমার এই রাষ্ট্রের মঙ্গল কামনা করছি। গত দুই বছর আমরা করোনার কারণে এই শোভাযাত্রা করতে পারিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবারও আমরা আদি রূপে ফিরে এসেছি। এই মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এটি শুধু ঢাকায় নয়, জেলা ছাপিয়ে ৪৯৩টি উপজেলায় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে।’
মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘আমরা করোনার কারণে সবাইকে অনুরোধ জানিয়েছি স্বাস্থ্যবিধি মেনে যেন শোভাযাত্রায় অংশ নেয়। যে অনুষ্ঠানের জন্য আমরা প্রাণ দিয়ে অপেক্ষা করি সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন হয়ে যায়। একুশে ফেব্রুয়ারিতে আমরা বহু রকমের চেষ্টা করেও তা নিশ্চিত করতে পারিনি। মঙ্গল শোভাযাত্রায়ও ঠিক একই রকম ঘটনা ঘটেছে।’
এমএ/এমএমএ/