বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান
‘ধর্ম অবমাননার অভিযোগে’ মুন্সীগঞ্জের বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত ১২টি ফেডারেশন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, আইন ও সালিশ কেন্দ্র বিবৃতি দিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এবং বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে সভা-সমাবেশ আহ্বান করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ পথনাটক পরিষদ, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগসহ বিভিন্ন সংগঠন।
উদীচীর উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শাহবাগে শুক্রবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শাহবাগ চত্বরে।
নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ ব্যানারে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত শনিবার বিকালে। সমাবেশে বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন সংগঠক রবীন আহসান জানিয়েছেন।
সিলেটের প্রগতিশীল সংগঠনগুলো সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ করেছে।
আরও পড়ুন : আসক’র উদ্বেগ, পরিবারের নিরাপত্তা দাবি : বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের জামিন দুইবার প্রত্যাখ্যান!
এপি/