জুমবাংলার যুগপূর্তিতে ১৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা
অনলাইন পোর্টাল জুমবাংলা ডটকম এর যুগপূর্তি উপলক্ষে ১৬ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, উদ্যোক্তা,কৃষি, ফটোসাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
বুধবার(৬এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
জুমবাংলা’র সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।
অনুষ্ঠানে যাদের সম্মাননা দেওয়া হয় তারা হলেন, মুক্তিযুদ্ধে মরণোত্তর মুক্তিযোদ্ধা গাজী সালেহ উদ্দিন, শিক্ষায় অধ্যাপক আবদুল মান্নান, চিত্রশিল্পে কে.জি. মুসতাফা, সাহিত্যে আনিসুল হক, চিকিৎসায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, আলোকচিত্রে পাভেল রহমান, আবৃত্তিশিল্পে আশরাফুল আলম, সাংবাদিকতায় মোহসীন-উল হাকিম, শিশু সাহিত্যে পাশা মোস্তফা কামাল, গীতি কবিতায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল আলম চৌধুরী, বাংলা লোকসংগীতে সাজেদ ফাতমী, কৃষি উদ্যোক্ত হিসেবে সোহেল রানা, কবিতায় খান মুহাম্মদ রুবেল, জনসচেতনতায় সাঈদ রিমন, নারী উদ্যোক্তা হিসেবে নাসিমা আক্তার নিশা, তথ্যপ্রযুক্তি খাতে মনির হোসেন। প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে খুলনার প্রত্যন্ত গ্রাম মামুদকাটির আলোকিত পাঠাগার অনির্বাণ লাইব্রেরিকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জুমবাংলার এই আয়োজন প্রমাণ করেছে দেশের অনলাইন মিডিয়া একটা জায়গায় পৌঁছেছে।
তিনি বলেন, দেশের সাংবাদিকতায় সরকারের একটা দায় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক ও সাংবাদিকতার প্রতি সব সময় ইতিবাচক। দেশের সাংবাদিকদের কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এই সেক্টরকে নিয়ে তার অনেক পরিকল্পনা আছে।
এনএইচবি/