সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চুয়াডাঙ্গা পুনাকের উদ্যোগে প্রান্তিক নারীদের জন্য  সাশ্রয়ী বাজার কর্মসূচির  উদ্বোধন

ছবি : ঢাকাপ্রকাশ

পবিত্র মাহে রমজান  উপলক্ষে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী মূল্যে বাজার কর্মসূচির ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গা। 

চুয়াডাঙ্গা পুনাকের নিজস্ব অর্থায়ন এবং জেলা পুলিশের সিনিয়র অফিসারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাশ্রয়ী বাজার কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলার প্রান্তিক নারীরা চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, বেসন ও খেজুরের মত ১০টি অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যপন্য চলতি বাজার মূল্যের অর্ধেক মূল্যে  ক্রয় করার সুযোগ পাচ্ছেন। 

আজ রবিবার (১৭ মার্চ)  সকাল ১১টায় পুলিশ লাইন্সের সম্মুখে পুলিশ ফুড পার্ক চত্বরে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার এবং চুয়াডাঙ্গা পুনাকের প্রধান উপদেষ্টা  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। কর্মসূচিটির সার্বিক সমন্বয় করছেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস। 

 

ছবি : ঢাকাপ্রকাশ

পুলিশ সুপার  বলেন, আর্থিকভাবে অসচ্ছল অনেক মানুষই বিনামূল্যে পণ্য নিতে সম্মানিত বোধ করেন না। তাই পুনাক ও জেলা পুলিশের অফিসারদের সমন্বিত অংশগ্রহণে সাশ্রয়ী মূল্যের এই বাজার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পবিত্র মাহে রমজানে প্রান্তিক নারীদের সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করতে পেরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও পুনাক পরিবার স্বাচ্ছন্দ বোধ করছে। সপ্তাহব্যাপী কর্মসূচিটি আগামী ২৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ০১টা অবধি চালু থাকবে। 

পুনাক সভানেত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজন না করে চুয়াডাঙ্গা পুনাক জেলার প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কাজের ব্যাপ্তি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী কিনতে পেরে তারা খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।

সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী  ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন।  ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর  কিনতে পারবেন। 

 

ছবি : ঢাকাপ্রকাশ

 এ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস জোবায়দা আক্তার, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা;  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গা;  হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

Header Ad

নির্মাতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তিনি এই শপথ গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ফারুকী সরব ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনের নানা ঘটনার বিশ্লেষণ করে নিজের মতামত প্রকাশ করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার সদস্য হিসেবে বর্তমানে যুক্ত হলেন ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী প্রায় আড়াই দশক ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন। তিনি কেবল পরিচালক নন, প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’ থেকে বহু বিজ্ঞাপন, নাটক ও সিনেমা নির্মাণ করেছেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পায় তার নির্মিত চলচ্চিত্র ‘ওয়েটিং রুম’। এরপর থেকে 'ব্যাচেলর', 'টেলিভিশন', 'মেড ইন বাংলাদেশ', 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'ডুব', এবং 'পিঁপড়াবিদ্যা'র মতো প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

 

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

২০১৮ সালে ফারুকীর সিনেমা 'ডুব' (ইংরেজিতে 'নো বেড অব রোজেস') বাংলাদেশ থেকে অস্কার প্রতিযোগিতায় মনোনীত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটির রিভিউতে এই চলচ্চিত্রের রিভিউয়ার ম্যাগি লি মন্তব্য করেন, “ফারুকী প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশী চলচ্চিত্রের একটি অনন্য কণ্ঠস্বর।” সিনেমাটিতে সুখ, একাকিত্ব এবং মানসিক সংকটের গভীরতা তুলে ধরা হয়, যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে।

মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের ধারাকে উন্নত ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অসামান্য ভূমিকা রেখেছেন।

Header Ad

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের জন্য টিম গঠন

ছবি: সংগৃহীত

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির পরিকল্পনা ও র্কমসূচির সেতুবন্ধন স্থাপনের লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এ কমিটি করা হয়।

শনিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম ও পদবি-

সহ-সভাপতি মো. আরিফুল হাসান প্রান্ত (ব্র্যাক ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহদিুল ইসলাম শামীম (কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ), সহ-সভাপতি মো. মেহেদী হাসান (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাতুল ইসলাম (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস), সহ-সভাপতি মো. ফেরদৌস মাহমুদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক-চৌধুরী মো. নওশীন পাশা দীপু (ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ), সহ-সভাপতি সাজ্জাদ হোসেন (ইউনিভার্সিটি অব স্কলাসর), যুগ্ম-সাধারণ সম্পাদক- ইয়াসিন ইবনে জাবির (প্রাইমএশিয়া ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক-সেলিম মাহমুদ (ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), সহ-সভাপতি পারভেজ হোসেন (নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী (উত্তরা ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সজল (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি) সহ-সভাপতি মো. পলাশ মিয়া (শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হামীম আল হাসান তালুকদার (ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ) যুগ্ম-সাধারণ সম্পাদক- জিহাদ হোসাইন (অতীশ দ্বীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), সহ-সভাপতি এম আরিফুর রহমান (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজী), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান শুভ (আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি- মো. দিনার হোসেন (জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস)।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক-এ কে এম জাহিদুল ইসলাম তালুকদার (সোনারগাঁও ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক-শরিফুল ইসলাম (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি), সহ-সভাপতি ফয়সাল আহমেদ আকন (আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. মশিউর রহমান মহান (সাউথইস্ট ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হেলালুর রহমান সংগ্রাম (রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা), সহ-সভাপতি মো. আল মামুন (স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান মাহিন (নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. ফিরোজ হাসান (দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি), সহ-সভাপতি মো. রাসেল (আশা ইউনিভার্সিটি বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. জাকির হাসান (নাঈম) (বাংলাদেশ ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিনার হোসেন (পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ), সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম খান তারেক (ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন বাবলু (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি), যুগ্ম-সাধারণ সম্পাদক- রাশেদ খান মিলন (প্রাইম ইউনিভার্সিটি), সহ-সভাপতি- মো. মনোয়ার হোসেন (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান আকাশ (ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ), যুগ্ম-সাধারণ সম্পাদক- খালিদ হোসেন হৃদয় (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), সহ-সভাপতি কাজী শাহ নিয়াজ রাহান (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক- রায়হান উল ইসলাম (ইস্টার্ন ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. ইয়াসির আরাফাত সারজু (সিটি ইউনিভার্সিটি), সহ-সভাপতি- মো. নাজমুল হাসান লাভলু (মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা শুভ (গণবিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবু (এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ), সহ-সভাপতি মো. ফরহাদুল আজম (গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. জাহিদ হাসান (রাকিব) (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. জিয়াউল হক জিয়া (কুইন্স ইউনিভার্সিটি), সহ-সভাপতি- মো. নুর আলম জিকু (ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. রাকিব হাসান (ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া)।

যুগ্ম-সাধারণ সম্পাদক- শামসুজ্জামান পাঠান (বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস), সহ-সভাপতি- মো. জাহিদুল ইসলাম দীপু (বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, মুগ্ধা), যুগ্ম-সাধারণ সম্পাদক- এনামুল হক রাবিন (হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ), রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় (নারায়নগঞ্জ)।

যুগ্ম-সাধারণ সম্পাদক- এস টি শাকিল (ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজী, (নারায়ণগঞ্জ), সহ-সভাপতি মো. জারিফ আহমেদ (ঈষাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, কিশোরগঞ্জ), যুগ্ম-সাধারণ সম্পাদক- মেহেদী হাসান পিয়াল (জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোকারিম হাসান সাঈদ, সহ-সভাপতি মুন্নী খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক-লাবণ্য আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক- মনজিলা রিমি (সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি), যুগ্ম-সাধারণ সম্পাদক- আনিকা আজাদ।

পদধারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব নেতাদের তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয় সাংগঠনিক টিমের সঙ্গে সমন্বয় করার জন্য বলা হয়েছে।

Header Ad

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে: সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশ ত্যাগের তিন মাস পর আওয়ামী লীগ ঢাকায় একটি কর্মসূচি ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের আজকের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে; পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। এ নিয়ে জনমনে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।

রোববার দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ নিজের ফেসবুক পেজে আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি মন্তব্য করেন, “একটি পরিবার দেশটাকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে, যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।”

সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে, দুপুর ১টার দিকে একটি পোস্টে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরব হন। রাজধানীর জিরো পয়েন্টে দুই আওয়ামী লীগ কর্মীকে আটকের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, “একটি পরিবার ও তাদের অনুসারীরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন এবং গণতন্ত্র হত্যা করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে অন্ধ করেছে, এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং সংগঠনকে ধ্বংস করেছে। এখন সেই পরিবার বিদেশে বসে পাচারকৃত টাকার পাহাড়ে বসে খেলা দেখছে এবং নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে।”

 

এদিকে, শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১০ নভেম্বর ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তাদের এই কর্মসূচির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে গণজমায়েতের ডাক দেয়। কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

আগামী দিনে এ সংঘাতমূলক পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে জনমনে উদ্বেগের পাশাপাশি নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

নির্মাতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী
দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের জন্য টিম গঠন
দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে: সোহেল তাজ
অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে: জেলা প্রশাসক
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা
শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ
ঠিকানায় মার্কিন নির্বাচন বিশ্লেষণ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে?
এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা মহানগরে সব পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিলো বিএনপি
ভারতে বিএসএফ হাতে গ্রেপ্তার রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
শহীদ নূর হোসেন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন
আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী
পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
ট্রাম্পের ছবি নিয়ে হাসিনার নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার
গলায় রশি পেঁচানো অবস্থায় নিখোঁজ মুনতাহার মরদেহ মিলল পুকুরে