মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরি

টাঙ্গাইলে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামের সামাজিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সজিব মিয়া জানান, গত কয়েকদিন আগে আমাদের কবরস্থানের কবর খোঁড়ার চিহ্ন দেখতে পাওয়া যায়। আমরা গ্রামবাসীরা কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হই।

কবরস্থানের সভাপতি আব্দুল মালেক জানান, কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে নিশ্চিত হয়েছি। এখন থেকে কবরস্থানের পাহারাদারের ব্যবস্থা করা হবে। চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে একটি চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্বিতীয় তলায় একটি ল চেম্বার রয়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত।

প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো বিএনপির নেতাকর্মীরা  

শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগের আমতলায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম বিভিন্ন সময় রেলের নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতি করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে পাকশীতে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেননি। এমনকি জাতীয় দিবস পালনেও বাধা দিয়ে আয়োজন ভন্ডুল করেছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি পাকশী রেলওয়ে অফিসে দাপট দেখিয়ে চলছিলেন।

এসব ঘটনায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা নজরুল ইসলামকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পাকশী আমতলা এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে থানায় আনে।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা  

ছবিঃ সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন’ এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’ নামে দুটি কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে সংগঠনটির ফেসবুক পেজে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঈনুল ইসলাম। এছাড়া সদস্যরা হলেন- মোফাজ্জল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মো. আবু হাসনাত, মায়িদা ইকবাল শর্মী, আলাউদ্দীন মিনহাজ, ইসরাত জাহান নিহা, মো. ইসমাইল, আব্দুল্লাহ আল মাহাথির, মো. জুবায়ের হোসেন ও জাওয়াদ আহমেদ।

এছাড়া ইমার্জেন্সি ক্রাইসিস মেনেজমেন্টের সেল সম্পাদক হিসেবে রয়েছেন হামযা মাহবুব। একই দিন রাতে সংগঠনটির ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

সেলের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আরমানুল ইসলাম, মাহবুব-ই-খোদা, শেখ তারেক জামিল তাজ, মুহাম্মদ উসামা, সাঈদ আফ্রিদি, মো. হেলাল উদ্দিন নাঈম ও মো. ইমাম হোসাইন ইমন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো বিএনপির নেতাকর্মীরা  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা  
টিউলিপের ওপর আস্থা রাখতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী
হানিমুনে মালদ্বীপ যাচ্ছে তাহসান ও রোজা  
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জন নিহত  
ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি  
শীতের মধ্যে দুই বিভাগে বৃষ্টির আভাস
বিডিআরে বিদ্রোহ হয়নি, ‘ওটা সেনা হত্যার ষড়যন্ত্র’: তদন্ত কমিশনের প্রধান
বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ