বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সম্প্রীতি বিপনী, ১০ টাকার ব্যাগ ভর্তি বাজার

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ি গুইমারা সেনা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ৬৫০টি পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকেই গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারণের মাঝে ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ৩০০টি পরিবারকে ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজার (এক টাকায় চাল, দুই টাকায় ডাল এভাবে ১০ টাকার পণ্য ক্রয় করা যাবে যার বাজার মূল্য (৫০০-৬০০ টাকা) এবং ৫০ টি পরিবারকে সম্প্রতি বিপনীর মাধ্যমে সর্বমোট ৬৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময়, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স ৩৯ এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন, সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেম্বার জামাল উদ্দিনসহ সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাহাড়ে স্থিতিশীল শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মমূচী পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারাতে যাত্রা শুরু করলো সম্প্রীতি বিপণী। পাহাড়ে আনাচে কানাচে যুগযুগ ধরে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য। সম্প্রতি বিপণীতে দেখা মিলবে এসকল কুটির শিল্পের। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গুইমারা চেকপোস্ট থেকে একটু আগালেই দেখা মিলবে অপরূপ কারুকার্যে সজ্জিত এই সম্প্রীতির বিপনীর।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ইউরোপ আমেরিকায় বেড়াতে গিয়ে ডলার দিয়ে স্যুভেনির কিনে বসার ঘর সাজাই আমরা। আর দেশের জিনিস দেখলে সস্তা বাঁশ, সুতা বলে শ্রমের দামটাই দিতে চাই না। বিদ্যানন্দ তাই সারাদেশে ঘুরে কুঠির শিল্পগুলো বাঁচাতে চাচ্ছে, সংগ্রহ করে আনসে মানুষের কাছে। মানুষ যে দাম দিবে, সেটাই পৌঁছে যাবে শিল্পীর কাছে। সম্প্রতি বিপনীর দুইটি অংশ। সুবিধাবঞ্চিতদের জন্য দাতব্য অংশ এবং সচ্ছল/টুরিস্টদের জন্য বাণিজ্যিক অংশ। তবে বাণিজ্যিক অংশ খুব ছোট পরিসরে হবে।

সেনাবাহিনী কিংবা সিভিল প্রশাসন কিংবা স্থানীয় স্বেচ্ছাসেবীর গাইডেন্সে বিভিন্ন অঞ্চলে দুঃস্থ জনসাধারণের মাঝে টোকেন/কার্ড দেয়া হবে। নির্ধারিত সে টোকেনে নির্দিষ্ট দিনে এসে রেশন পণ্য নিয়ে যেতে পারবে নাম মাত্র এক/দুই টাকা মূল্যে। রেশনের নির্দিষ্ট টোকেন থাকবে যা শুধুমাত্র নিঃসন্তান বিধবা, অসহায় বৃদ্ধ (যাদের সন্তন দেখে না)। তারা নির্দিষ্ট তারিখে এসে রেশন নিয়ে যাবেন।

এ সেবাটি মূলত দূর্গম এলাকার মানুষের জন্য। এক্ষেত্রে সম্প্রীতি বিপনী তাঁদের পরিবহন খরচও বহন করবে। বাণিজ্যিক অংশের কুটির শিল্পের পণ্য গুইমারার সম্প্রীতি বিপনীর পাশাপাশি পাওয়া যাবে ভ্রাম্যমাণ গাড়ি থেকে। এই গাড়িটি পণ্য নিয়ে ছুটির দিনে থাকবে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটে। বিক্রয়কৃত পণ্যের অংশ থেকে প্রাপ্ত লভ্যাংশ চ্যারিটি অংশে খরচ করা হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর তৈরীকৃত কুটিরশিল্প পণ্যের পাশাপাশি থাকবে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় নারী যেমন পাহাড় ও রোহিঙ্গা শরণার্থী নারীদের কর্তৃক তৈরীকৃত পণ্য। এ ছাড়া গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দের বিভিন্ন প্রজেক্টের উৎপাদিত পণ্য থাকবে সম্প্রীতি বিপণীতে। গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনাবাহীনী, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এএজেড

Header Ad
Header Ad

ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর ছাত্রলীগ কর্মীর হামলা

অভিযুক্ত মো. মোত্তাকিম। ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিন জোয়াদ্দার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় তার দুটি দাঁত ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে জরুরি অপারেশন করতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন জোয়ার্দারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শহর ছাত্রলীগ কর্মী মো. মোত্তাকিমের নেতৃত্বে ৬-৭ জন মুখোশধারী যুবক হেলমেট, হকি স্টিক, এবং এসএস পাইপ নিয়ে শাহীন জোয়ার্দারের ওপর হামলা চালায়। হামলায় চিকিৎসকের দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে জরুরি অপারেশন করতে হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোত্তাকিম ফরিদপুরের জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। এছাড়া, তিনি শহর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় হাসপাতালে সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অসাবধানতাবশত শাহীন জোয়ার্দার ও মোত্তাকিমের ধাক্কা লাগা নিয়ে। প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মোত্তাকিম তার সহযোগীদের নিয়ে ফিরে এসে শাহীন জোয়ার্দারকে মারধর করে।

এ ঘটনায় উত্তেজিত চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। একজন সন্দেহভাজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরুবা জেবা বলেছেন, “ডা. শাহীন জোয়ার্দার একজন সম্মানিত অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। প্রকাশ্যে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমাদের কাছে ঘটনার ভিডিও ফুটেজ আছে। আমরা আইনগত ব্যবস্থা নেব এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।”

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Header Ad
Header Ad

চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় একজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আকাশ মন্ডল ইরফান।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-১১ কুমিল্লা থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে, চাঞ্চল্যকর জাহাজ হত্যাকাণ্ডের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইরফান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুপুরে কুমিল্লায় র‌্যাব-১১ এ বিষয়ে একটি ব্রিফিং করবে।

মঙ্গলবার ঘটে যাওয়া সাতজনের হত্যার ঘটনায় হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জকে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, সালাউদ্দিন, আমিনুর মুন্সী এবং বাবুর্চি রানা কাজী। আহত সুকানী মো. জুয়েল (২৮), যিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জুয়েলের গলায় গভীর আঘাত থাকায় তিনি কথা বলতে পারছেন না। তবে ইশারায় জানায়, তিনি ডাকাতদল দেখলে চিনতে পারবেন। এছাড়া ইরফান নামে আরেকজনের উপস্থিতির তথ্যও জুয়েল লিখে জানিয়েছেন, যদিও তার সঠিক ঠিকানা দিতে পারেননি।

পুলিশ তদন্তে জাহাজ থেকে একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, নগদ ৮ হাজার টাকা, একটি মানিব্যাগ, একটি বাংলা খাতা, একটি সীল, এবং একটি হেডফোন উদ্ধার করেছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন নিহত ছয়জনের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক এবং নৌ পুলিশের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে বাবুর্চি রানা কাজীর পরিবারের সদস্যদের অনুপস্থিতির কারণে তাঁর মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়নি।

এই ঘটনার তদন্তে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চাঁদপুর জেলা প্রশাসন, কোস্ট গার্ড, এবং নৌপুলিশ সমন্বয়ে আরেকটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে।

Header Ad
Header Ad

আবারও চিরকুটে ভাঙন, ব্যান্ড ছাড়লেন জাহিদ নিরব

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট আবারও ভাঙনের মুখে। পিন্টু ঘোষ ও ইমন চৌধুরীর পর এবার দল ছেড়েছেন ব্যান্ডটির কি-বোর্ডিস্ট জাহিদ নিরব।

জাহিদ নিরব ২০১৫ সালে চিরকুট ব্যান্ডে যোগ দেন। ড্রামার পাভেল আরিনের হাত ধরে ‘আয়নাবাজি’ সিনেমার জনপ্রিয় গান ‘দুনিয়া’-তে হারমোনিয়াম বাজিয়ে তার যাত্রা শুরু। তবে নয় বছরের পথচলা শেষে সোমবার (২৩ ডিসেম্বর) নতুন গান প্রকাশের দিনই জানা গেল তার দল ছাড়ার খবর। চিরকুটের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি বিষয়টি নিশ্চিত করে তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

জাহিদ নিরব। ছবি: সংগৃহীত

জাহিদ নিরব শুধু ব্যান্ড নয়, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের সংগীতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ২০১৮ সাল থেকে প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের সংগীত পরিচালনা করেছেন তিনি। এছাড়াও ‘ক্লোজআপ কাছে আসার গল্প’, শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজের আবহসংগীতের কাজ করেছেন। ‘মহানগর’, ‘মুন্সিগিরি’, ও ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র মতো কাজের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

সিনেমায়ও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ‘পরাণ’ সিনেমার আবহসংগীত ও ‘পদ্মাপুরাণ’ সিনেমার থিম সং ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ তার সুর ও কম্পোজিশনে নির্মিত। বর্তমানে তিনি পরীমণির ‘প্রীতিলতা’, আরিফিন শুভর ‘নূর’, এবং অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র সংগীতের কাজ করছেন।

অন্যদিকে, ব্যান্ডের ভাঙনের মধ্যেই চিরকুট তাদের নতুন গান ‘জানা হলো না’ প্রকাশ করেছে। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি, সাউন্ড প্রোডাকশন করেছেন পাভেল আরিন। আগামী বছর ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম প্রকাশেরও ঘোষণা রয়েছে।

উল্লেখ্য, এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ এবং পরবর্তীতে ইমন চৌধুরী। উভয়ের ক্ষেত্রেই একক ক্যারিয়ারের কারণ দেখালেও বিদায়ের পেছনে অন্য কারণের ইঙ্গিত ছিল। এবার জাহিদ নিরবের প্রস্থানে ব্যান্ডটির নতুন চ্যালেঞ্জ শুরু হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর ছাত্রলীগ কর্মীর হামলা
চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় একজন গ্রেপ্তার
আবারও চিরকুটে ভাঙন, ব্যান্ড ছাড়লেন জাহিদ নিরব
আজ শুভ বড়দিন
আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা
চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবেনা: মির্জা ফখরুল
কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পিকে হালদারসহ ৬ সহযোগী
প্রেমিকাকে বিয়ে করছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস
পদ্মা সেতু ও নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনরায় তদন্ত করবে দুদক
বড় পরিবর্তন আসছে আইইএলটিএস পরীক্ষায়, ২৫ জানুয়ারি থেকে কার্যকর
বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশি
আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে: শফিকুর রহমান
বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
১৭ বছর পর কারামুক্ত হয়ে যা বললেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু