শুক্রবার, ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

ভুয়া ঠিকানায় সরকারি চাকরি নেওয়ার অভিযোগ, পেয়েছেন পদোন্নতিও

বরগুনায় ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. সাইদুর রহমানের বিরুদ্ধে। তিনি সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে গত ৫ বছরে পদোন্নতি পেয়ে বর্তমানে তালতলী উপজেলায় উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, তৎকালীন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমানের সময়ে ২০১৭ সালের ৯ জুন বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কয়েকটি শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বরগুনা জেলা প্রশাসন। পটুয়াখালী জেলার টাউন বহালগাছিয়া গ্রামের বাসিন্দা হয়েও প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেন মো. সাইদুর রহমান।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি নিয়োগ পান তিনি। সাইদুর রহমান আবেদনে স্থায়ী ঠিকানা উল্লেখ করেন বরগুনা সদরের আয়লা-পাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রাম। যা শুধু ওই ইউনিয়নের অনলাইনের একটি বালামে ছাড়া বাস্তবে নেই।

আবেদন ও নিয়োগে সাইদুরের উল্লেখিত স্থায়ী ঠিকানা নিয়ে অনুসন্ধান করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কদমতলা গ্রামের কেউই মো. সাইদুর রহমান ও তার বাবা আবদুল জলিল সিকদার এবং মা মমতাজ বেগম নামের কাউকে চিনতে পারেননি। এমনকি ওই ওয়ার্ডের গ্রাম পুলিশও এই নামের কোনো স্থায়ী বাসিন্দাদের চিনতে পারেননি। এরপর ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের হিসেব সহকারী কাম কম্পিউটার অপারেটর অনলাইনে খুঁজে ও সংশ্লিষ্ট ওয়ার্ডে সাইদুরের কোনো জন্মনিবন্ধন পাননি। তবে ১২নং বালামে তার নাম পাওয়া যায়।

এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কাজী মোকলেস বলেন, আমার ৬৫ বছর বয়সে এই নামের এই ওয়ার্ডে এমন কোনো লোক বা পরিবারকে চিনি না। আর যে জন্মসনদ বানানো হয়েছে সেটা আমার আগের ইউপি সদস্যের সময়ের।

এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না এবং কীভাবে এই এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে তাও অবগত নই। তখনকার চেয়ারম্যান জানতে পারেন।

আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আশরাকুর রহমান ফিরোজের কাছে জানতে চাইলে তিনিও সাইদুরকে চিনতে পারেননি। তিনি বলেন, অনিয়ম দুর্নীতি হতেই পারে। আমার কাছে একটি কাগজ আসত তিন হাত ঘুরে। তাই হয়তো আমি স্বাক্ষর দিয়েও থাকতে পারি। মিথ্যার আশ্রয় নিয়ে স্থায়ী ঠিকানা বানিয়ে চাকরি নিয়েছে কি না বিষয়টি যাচাই হওয়া উচিত।

এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, ওই সময়ে আমি চেয়ারম্যান না থাকায় এ বিষয়টি আমার জানা নেই। তবে স্থায়ী ঠিকানার ভুয়া তথ্য দিয়ে অন্য জেলার কেউ চাকরি নিলে বরগুনা জেলার কেউ চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এটার সঠিক তদন্ত করা উচিত।

বরগুনা জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, এখানে অনিয়ম দুর্নীতি হয়েছে। এই অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে তার চাকরি হবে সে কারণেই তিনি বরগুনায় স্থায়ী ঠিকানা দিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করেন। এই ধরনের অনিয়ম দুর্নীতি না হলে নিয়োগের শর্ত অনুযায়ী বরগুনা জেলার কারও না কারও চাকরি হতো। আমরা এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তালতলী উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আমার বাড়ি আয়লা পাতাকায়। আর নিয়োগকারী কর্তৃপক্ষ যাচাই বাছাই করেই আমাকে নিয়োগ দিয়েছেন। তার কাছে পটুয়াখালীর টাউন বহালগাছিয়া গ্রামে বর্তমান ঠিকানা কেন প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কিছু বলতে চান না বলে জানান।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা বলেন, ভুল তথ্য দিয়ে চাকরি নিয়েছেন কি না আমার জানা নেই। তবে এ বিষয়ে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তদন্তের কথা বলা হয় তাহলে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে জানাব।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এসজি

Header Ad

সৌদি আরবে পৌঁছেছেন ২৪ হাজার ২৩৬ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে চলতি বছর এখন পর্যন্ত (১৬ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি আরবে পৌঁছেছেন ২৪ হাজার ২৩৬ জন হজযাত্রী। মোট ৬১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত ৭৯ হাজার ৯০১ টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কে তথ্যমতে, ৬১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২১টি, সৌদি এয়ারলাইনসের ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যা শেষ হবে ১০ জুন।

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে যান তারা।

শুক্রবার (১৭ মে) ভোরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, হস্টনের জর্জ বুস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ। দলের প্রথম ব্যস্ততা শুরু হবে বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী ২১ মে ,২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি হবে তাদের বিপক্ষে।

এরপর বিশ্বকাপের আগে ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে তারা। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি খুব একটা নেই। মূলপর্বে প্রথম জয় এসেছিল ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর ১৫ বছর পর ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে আরেকটি জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টে ৩৮ ম্যাচে জয় মাত্র ৯টি, এর ছয়টিই এসেছে বাছাই পর্বে।

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

অভিনেতা বুরাক অ্যাজিভিট। ছবি: সংগৃহীত

তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ‘কুরুলুস উসমান’ অন্যতম। নতুন খবর হলো, এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন।

বৃহস্পতিবার (১৬ মে) নিজের ফেসবুক পেজে বুরাক অ্যাজিভিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা। দিয়েছেন একটি ভিডিও বার্তাও। সেখানে তিনি বলেন, সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা? খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে।

অভিনেতা বুরাক অ্যাজিভিট। ছবি: সংগৃহীত

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছু জানাননি তিনি।

বুরাক তুরস্কের একজন অভিনেতা। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন। বর্তমানে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন।

৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে পৌঁছেছেন ২৪ হাজার ২৩৬ জন হজযাত্রী
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক
কোপা আমেরিকার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
৫২৩ হজযাত্রীর টাকা নিয়ে উধাও ২ এজেন্সি মালিক
কুমিল্লায় বাস খাদে পড়ে প্রাণ গেল ৫ জনের
নামাজের সময় তালা আটকে মসজিদে দেওয়া হলো আগুন, নিহত ১১
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটি চালাতে নতুন বিধিমালা
প্রেমের বিয়ে, স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালালেন স্বামী!
শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিশ্বনবি (সা.) যে দোয়া পড়তেন
৪ বছর পর পেলেন স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি, যেভাবে মৃত্যু হবে তরুণীর
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আলোচিত ‘শরীফ-শরীফার গল্প’
মিঠা পানির ঝিনুকে উৎপাদিত মুক্তার তৈরি গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
ক্রিকেট ছাড়লে আপনারা আমাকে আর দেখবেন না: কোহলি
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন কাদের মির্জা!
চট্টগ্রাম বন্দর গত ১৫ বছরে আন্তর্জাতিক বন্দরের সক্ষমতা অর্জন করেছে: নৌপ্রতিমন্ত্রী
কাক পোশাকে ‘কান চলচ্চিত্র উৎসব’ মাতালেন ভাবনা
সাবেক এমপি পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা