ভারতকে জঙ্গিবাদের আস্তানা বলে আখ্যা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভারতকে জঙ্গিবাদের আস্তানা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে এবং যাদের আশ্রয় দিচ্ছে, তাদেরকেই জঙ্গি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের এই ভূমিকা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রশ্ন তুলছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেখানে সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ আরও দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় নির্দেশে দেশের ধ্বংসাত্মক কাজ করেছেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় সংগঠনের নেতাদের ওপর আক্রমণগুলো গোয়েন্দা ব্যর্থতার প্রমাণ। আক্রমণকারীদের ধরতে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
তিনি দাবি করেন, গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগ সদস্য নিহত হয়নি, অথচ তাদের নেতাদের ওপর হামলা হচ্ছে। তিনি বলেন, "ক্যান্টনমেন্ট থেকে ৬২৫ জনকে কারা বিদেশে পার করেছে, তা খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।"
সংখ্যালঘুদের নিয়ে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার প্রচেষ্টা করলে তা ভুল প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন তিনি।