বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এনআইডির তথ্য ফাঁস: জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থানায় সংক্ষুব্ধ এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন।

জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তথ্য বিক্রির প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় মামলায়।

এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একের পর এক মামলায় রিমান্ডেও নেয়া হয়েছে তাকে। মঙ্গলবার (৮ অক্টোবর) আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Header Ad

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান, জরিমানা আদায়

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের নেতৃত্বে যৌথ বাহিনী বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৩ নভেম্বর) জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার-কীটনাশক, বীজ, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে।

এ সময় আলুকদিয়া এলাকায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক সার ডিলার প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০,৫১ ও ৫৫ ধারায় ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পরবর্তীতে ভালাইপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স দিশা এগ্রো ট্রেডিং এ তদারকিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: সাদিকুর রহমানকে ৪০ ধারায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ২,৫০,০০০/- (দুই লাখ পঞ্চাশ) টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা ১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

পরবর্তীতে সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি।

আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Header Ad

ব্রিকসে অংশীদার হওয়ার প্রস্তাব পেল তুরস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস থেকে ‘অংশীদার দেশ’ হওয়ার প্রস্তাব পেয়েছে তুরস্ক। পূর্ব ও পশ্চিমের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষার চেষ্টার মধ্যে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। এ খবর দিয়েছে রয়টার্স।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে পরিচিত হলেও, সম্প্রতি ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ব্রিকসের বর্তমান সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইরান, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত।

গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আয়োজিত কাজানে ব্রিকস নেতাদের সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি ঘোষণা দেন যে, তার দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের পদক্ষেপ নিয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) তুর্কি সম্প্রচারমাধ্যম টিভি নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত জানান, ব্রিকসে তুরস্কের সদস্যপদ বিষয়ে আলোচনা করা হলে তারা তুরস্ককে অংশীদার সদস্যপদের মর্যাদা দেয়ার প্রস্তাব দিয়েছে। এটি ব্রিকসের গঠন কাঠামোতে একটি পরিবর্তনের প্রতিফলন।

আঙ্কারা ব্রিকস গোষ্ঠীকে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট এরদোয়ান উল্লেখ করেছেন, ব্রিকসে যোগদান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিকল্প নয় বরং একটি পরিপূরক সম্পর্ক। তুর্কি কর্মকর্তারা বারবার বলেছেন যে, ব্রিকসে সম্ভাব্য সদস্যপদ তুরস্কের ন্যাটো সদস্যপদের ওপর কোনো প্রভাব ফেলবে না।

তবে তুরস্ক ব্রিকসের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি বাণিজ্যমন্ত্রী বোলাত। এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কাজানে প্রস্তাবটি নিয়ে আলোচনা হলেও অংশীদার দেশের মর্যাদা সদস্যপদের পূর্ণ মর্যাদার চেয়ে কিছুটা কম।

Header Ad

জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ

ছবি: সংগৃহীত

দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, "দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।" হাইকোর্টের এই রায়টি বিশেষভাবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর ৯ ধারার ওপর ভিত্তি করে প্রণীত রুলের শুনানির পর দেওয়া হয়।

গত ৭ নভেম্বর আদালত এ রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন। রুলের শুনানির সময় ড. শাহদীন মালিক এবং ব্যারিস্টার সিনথিয়া ফরিদ বাদীপক্ষে আদালতে উপস্থাপন করেন। এর আগে গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল-সংক্রান্ত ওই আইনের ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়মুক্তি কেন অসাংবিধানিক তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিটের মাধ্যমে দায়মুক্তির বিষয়টি এবং কুইক রেন্টালের ক্রয় সংক্রান্ত ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করেন। রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে।

রিটে উল্লেখ করা হয়, আইনের ৬(২) এবং ৯ ধারা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। রুলের শুনানি শেষে আদালত দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সব বন্ধ বিদ্যুৎকেন্দ্র পুনরায় সচল করার নির্দেশনা প্রদান করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান, জরিমানা আদায়
ব্রিকসে অংশীদার হওয়ার প্রস্তাব পেল তুরস্ক
জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ
ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে: সালাহউদ্দিন
তারল্য সংকট মেটাতে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা পেল দুর্বল সাত ব্যাংক
নতুন রূপে আসছে র‍্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক
সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ড. ইউনূসের
হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার
ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
৯ দাবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
‘সব শালারা বাটপার’ স্লোগান কি নাহিদকে ইঙ্গিত করে, যা বলছেন জবি শিক্ষার্থীরা
সংবিধানে গণভোট পুনঃপ্রবর্তনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল
জেনেভায় আইন উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় লেবার কাউন্সেলর দেশে ফেরত, চাকরিচ্যুত লোকাল স্টাফ
লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত
১ দফা নিয়ে কারা আমতা-আমতা করেছিল, জানালেন নুর
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান না করে ফিরে গেলেন বিভাগীয় প্রধান
এসআইবিএলের নতুন শরিয়া চেয়ারম্যান হলেন মুফতি মাহফুজুল হক
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল
আওয়ামী লীগের সমাবেশে বাধার প্রশ্নে যা বললো যুক্তরাষ্ট্র
ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি: তমা মির্জা