শনিবার, ১৮ মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

অমিক্রনে হেলাফেলা; সংক্রমণের বিদ্যুৎগতি

রাজধানীর এলিফেন্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী ফরিদ আলম। জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগছেন। তিন দিন আগে জ্বর ছিলো। এখন নেই। সর্দিও কিছুটা কেমেছে। কিন্তু জ্বর বলে বাড়িতে থাকেননি। একদিন বাড়িতে থেকেই চলে এসেছেন ব্যবসা প্রতিষ্ঠানে। মানিক চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। জ্বর, ঠান্ডা কাশি নিয়েই চলছেন তিন দিন ধরে। বলেন তেমন কিছু না; ঠান্ডা লেগেছে। জাহিদ চাকরি করেন হাউজিং কোম্পানিতে। রাতে হালকা জ্বর আসায় নাপা খেয়ে সকালে অফিসে চলে গেলেন। বিকাল থেকে নাক দিয়ে পানি ঝড়ছে, আর হালকা কাশি। কিন্তু তাতে কিছু মনে করছেন না। বলেন, শীতে এমন হয়ই।

বিশ্বের মতো বাংলাদেশেও দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পরেছে। এ সময় মারা গেছেন ১৮ জন। শনাক্তের হার ৩২ দশিমিক ৪০।

বাংলাদেশে করোনাভাইরাসের অমিক্রন শনাক্ত হয় ৬ ডিসেম্বর। করোনা ইনফো ওয়েব সাইটের তথ্য মতে, গত এক মাসে এক লাখ ৩৫ হাজার ৮৬ জন শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২১৪ জন। আর গত ৭দিনে দেশে নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০৪ জন। আর এ সময় মৃত্যু হয়েছে ১৫৮ জনের। সুতরাং একথা সহজেই বোঝা যাচ্ছে ৬ ডিসেম্বরের তুলনায় এক মাস পর সংক্রমণের তীব্রতা কতটুকু বেড়েছে। যেভাবে শনাক্তের সংখ্যা বাড়ছে, তাতে মনে হচ্ছে নতুন এই ঢেউয়ে ভাইরাসটি বিদ্যুতের গতিতেই ছড়াচ্ছে।

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা সংস্থা (আইসিডিডিআর'বি) গত ২০ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিদেনে বলা হয়েছে রাজধানী ঢাকায় জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ততের ৬৯ শতাংশ শরীরে অমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। প্রতিবেদনে জানিয়েছে, অন্ততপক্ষে অমিক্রনের তিনটি সাব-টাইপ ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞানীদের মতে, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অধিক সংবেদশীল। যে কারণে এর বিস্তার ঘটছে দ্রুত। যেটা অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা যায়নি। তবে আশার জায়গা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি প্রাণঘাতি নয়। এ কারণে মৃত্যুর হার তুলনামূলক কম।

অমিক্রণের লক্ষণ:

চিকিৎসকদের মতে, অমিক্রন অনেকের কাছে সাধারণ ঠান্ডার মতোই মনে হবে। আক্রান্ত হওয়ার পর গলা শুকিয়ে যাওয়া, সর্দি লাগা, শরীরের জয়েন্টে ব্যাথা বা মাথা ব্যাথা হতে পারে। সাথে হালকা জ্বর। আক্রান্তের কাছ থেকে মূলত এসব লক্ষণ জানাগেছে।অনেকের ক্ষেত্রে ফুসফুসের উপরি অংশ ব্যাথা হচ্ছে।শরীর ক্লান্ত লাগছে বলে জানাচ্ছেন রোগীরা।

এসবের তোয়াক্কা করে কি আমাদের দেশের মানুষ? শিক্ষিত সচেতনদের মধ্যেও সাধারণ সর্দি কাশিকে তোয়াক্কা করতে দেখো যায় না। আর যার খেটে খাওয়া মানুষ তারা এসব সাধারণ ঠান্ডা কাশিকে বা হালকা জ্বরকে পাত্তা দেওয়ার সময় কোথায়? ফলে অধিক সংবেদনশীল অমিক্রমন আরও দ্রুত ছড়াচ্ছে। রাজধানীর বাইরে কোনো কোনো এলাকায় সংক্রমণের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে।

এছাড়া অমিক্রণের উপসর্গ হালকা বলে অনেকেই পরীক্ষা করানোর প্রয়োজনও অনুভব করছেন না। কারণ ৪-৫দিন পর সর্দি, জ্বর কাশি আপনা আপনি ভালো হয়ে যাচ্ছে। আর ভালো হলেই কাজে ফেরা যাচ্ছে। যেহেতু পরীক্ষা নেই, আইসোলেশনের বেরিয়ারও নেই বলেই তারা মনে করছেন। সংক্রমনের গতি বেশি হওয়ার এটাও উল্লেখযোগ্য কারণ। 

Omicron: WHO classifies new COVID-19 variant B.1.1.529 as Omicron

অমিক্রনে আক্রান্তরা কতদিন অন্যের জন্য বিপদজনক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করেছে অমিক্রনকে কোনোভাবেই হেলাফেলা করা উচিৎ হবে না। বিশেষ করে যাদের এখনও ভ্যাকসিন হয়নি তারা এই ভাইরাসে মারা যেতে পারেন।

যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরে প্রকাশিত এক গবেষণার ফলাফলে দেখা যায়, অমিক্রনের উপসর্গ তিনদিনের মধ্যে স্পষ্ট হয়ে পড়ছে। অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই সময়সীমা গড়ে পাঁচদিন।

বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন করোনাভাইরাসের রোগীরা আক্রান্ত হওয়ার শুরুর দিকে সবচেয়ে বেশি সংক্রামক হন। অমিক্রনের ক্ষেত্রে, আক্রান্ত রোগীর শরীরে উপসর্গ দেখা দেওয়ার একদিন বা দুদিন আগেই সে অন্যকে আক্রান্ত করতে পারে। আর উপসর্গ দেখা দেওয়ার পর দুই থেকে তিনদিন পর্যন্ত সে অন্যের জন্য ঝুঁকি থাকবে।

অর্থাৎ কেউ এই ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর তিন থেকে পাঁচদিন সে অন্য যে কাউকে সংক্রামিত করতে পারে। অমিক্রন ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে সাতদিনের মত থাকে। ফলে, শরীরে উপসর্গ দেখা দেওয়ার পর বড়জোর সাতদিন কোনো রোগী অন্যের শরীরে সংক্রমণ ঘটাতে পারে।

আইসোলেশন কত দিন

আইইডিসিআর এর হটলাইনের চিকিৎসকের মতে, সর্দি, জ্বর বা হালকা কাশির মতো উপসর্গগুলো চারদিনের মধ্যে ভালো হয়ে গেলে টেস্ট না করালেও চলে। কারণ টেস্ট সঠিক ফল পেতে উপসর্গ দেখা দেয়ার চার দিন পর টেস্ট করালে ঠিক ফলাফল পাওয়া না। আর চার দিনের মধ্যে ঠিক হয়ে গেলে উপসর্গ দেখা দেয়ার দিন থেকে ১০দিন আইসোলেশনে থাকতে হবে। তা না হলে জীবানু অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

তবে যাদের কমপক্ষে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাদেরকে অমিক্রনে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়তে হচ্ছে না বা তাদের মৃত্যু ঝুঁকির মুখে পড়তে হচ্ছে না। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ বেশ কিছু দেশে আক্রান্ত রোগীর বাধ্যতামূলক আইসোলেশন বা ঘরে আলাদা হয়ে থাকার সময়সীমা পাঁচদিনে নামিয়ে আনা হয়েছে।

এদিকে মঙ্গলবার বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনা সংক্রমিতদের আইসোলেশন ১০ দিনের পরিবর্তে ৫ থেকে ৭ দিন করা হচ্ছে। খুব শিগগির স্বাস্থ্য অধিদপ্তর নতুন আইসোলেশন নীতি ঘোষণা দেবে।

 

 

Header Ad

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সোয়া এক ঘণ্টার বেশি সময় চেষ্টায় শনিবার (১৮ মে) বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার সকাল পৌনে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, চারতলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে।

সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইলে ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন দুই ভাই

বজ্রপাতে নিহত দুই ভাই। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে মাঠে ধান কাটতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৯ টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফজাল হোসেন ও আমির হোসেন। তারা রংপুর জেলার উপজেলার চকদফরপুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে সেখানে থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতো। শনিবার (১৮ মে) ভোরে বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের হযরত আলীর ধান ক্ষেতে তারা ৬ জন শ্রমিক ধান কাটছিল। এসময় বৃষ্টি শুরু হলে ধান ক্ষেত থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় আফজাল ও আমীরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টি সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসাইন জানান, ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর জেনেছি। তাদের আর্থিক সহযোগিতা করাসহ মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন বিক্রি হলো ১১ কোটি টাকায়

লিওনেল মেসি এবং সেই ঐতিহাসিক ন্যাপকিন। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার প্রথম চুক্তি হয়েছিল যে ন্যাপকিন পেপারে, সেটা অবশেষে বিক্রি হলো নিলামে। ধারণা করা হয়েছিল এর দাম ৬ উঠতে পারে লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত।

তবে বিক্রির বেলায় দেখা গেল প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। শুক্রবার ন্যাপকিন পেপারটি নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার।

লিওনেল মেসি এবং সেই ঐতিহাসিক ন্যাপকিন। ছবি: সংগৃহীত

ব্রিটিশ নিলাম হাউস বোনহামসে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার। ধারণা চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে এই নেপকিন পেপারটি।

আর্জেন্টাইন এজেন্ট হোরাশিও গ্যাগিওলি প্রথমে মেসির নাম সুপারিশ করেছিলেন। তার উপস্থিতিতে ন্যাপকিন পেপারে এই চুক্তি সম্পন্ন হয়। বোনহামস জানিয়েছে, ন্যাপকিন পেপারটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এটি নিলামে যে দামে বিক্রি হয়েছে, সেখান থেকে একটি অংশ অনলাইন নিলামের প্রশাসনিক ফি হিসেবে দিতে হবে—এটি ‘ক্রেতার প্রিমিয়াম’।

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার। বার্সার সঙ্গে মেসির প্রথম চুক্তিপত্র হিসেবে এই ন্যাপকিন পেপারকে বিবেচনা করা হয়।

১৩ বছর বয়সী মেসি এই ন্যাপকিন পেপারে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ২০০০ সালের সেপ্টেম্বরে ট্রায়ালের জন্য পরিবারের সঙ্গে বার্সেলোনায় যান মেসি। সঙ্গে ছিলেন দুই আর্জেন্টাইন প্রতিনিধি ফাবিয়ান সোলদিনি ও মার্তিন মনতেরো এবং গাজ্জোলি। ট্রায়ালে সবাইকে চমকে দেন মেসি। তাই চুক্তির আশা নিয়ে রোসারিওতে ফেরে তার পরিবার।

সেই সময়ের বার্সেলোনা সভাপতি হুয়ান গাসপার্ত অবশ্য হরমোনজনিত সমস্যায় ভোগা ১৩ বছর বয়সী একটি ছেলের সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। তাকে রাজি করানোর জন্য বার্সেলোনার তখনকার টেকনিক্যাল সেক্রেটারি কার্লো রেক্সাসকে চাপ দেন গাজ্জোলি ও মিনগেলা। শেষ পর্যন্ত চুক্তির কথা লেখা হয়েছিল ওই ন্যাপকিন পেপারে।

সর্বশেষ সংবাদ

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
টাঙ্গাইলে ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন দুই ভাই
মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন বিক্রি হলো ১১ কোটি টাকায়
এবার রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-বাতাসে রাজধানীতে স্বস্তি
সাতক্ষীরায় ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ১১
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ভাঙা হাত নিয়েই ‘কান চলচ্চিত্র উৎসব’ মাতালেন ঐশ্বরিয়া
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস, কমবে তাপপ্রবাহ
আচরণবিধি লঙ্ঘন: আ.লীগ নেতাকে জরিমানা, ৭ ডেগ খিচুড়ি জব্দ
সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
যমজ ২ বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস
কেএনএফের নারী শাখার সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার
সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের
দুধ দিয়ে গোসল করানো হলো মুক্ত নাবিক সাব্বিরকে, পরিবারে বইছে খুশির জোয়ার
ট্যুরিস্ট ভিসায় ৩ দিন ভারত ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশীরা
গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার