বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
ছবি: সংগৃহীত
দেড় বছরের শিশু ইরতিজার বাম চোখে সমস্যা নিয়ে তাকে রাজধানীর ধানমণ্ডির আই হসপিটালে ভর্তি করা হয়। তবে ভুলবশত শিশুটির বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন চিকিৎসক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
শিশুর পরিবারের সদস্যরা জানান, চিকিৎসক বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তু থাকার কথা নিশ্চিত করেন এবং সব পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন কক্ষে নিয়ে যান। অপারেশনের পর দেখা যায়, বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে। বিষয়টি জানার পর চিকিৎসক আবারও শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বাম চোখের অপারেশন সম্পন্ন করেন।
এ ঘটনায় শিশুটির মা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, অপারেশন করার পর চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়েই পালিয়ে গেছেন।
আই হসপিটালের প্রধান নির্বাহী জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ যেই করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।