র্যাঙ্কিংয়ে লিটনের উড়ন্ত লাফ
যে ব্যাটিং ব্যর্থতার কারণে লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন, টেস্ট ম্যাচে সেই ব্যাটিং দৃঢ়তার কারণেই র্যাঙ্কিংয়ে তার প্রভুত উন্নতি ঘটেছে। যাকে বলা যায় অ্যাথলেটিকসের হাই জাম্পের মতো লাফ দিয়েছেন তিনি। উন্নতি ঘটিয়েছেন ২৪ ধাপ। অবস্থান করছেন ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে। লিটনের বর্তমান র্যাঙ্কিং ৩১।
আজ বুধবার(০১ ডিসেম্বর) টেস্ট র্যাঙ্কিংয়ের নতুন অবস্থান প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। এই র্যাঙ্কিংয়ে আইসিসির বিবেচনায় বাংলাদেশ-পাকিস্তান, ভারত-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নেওয়া হয়েছিল। যেখানে লিটনের এই অবস্থানের এ রকম উন্নতি ঘটে।
লিটনের এ রকম উন্নতির দিতে সুখবর আছে মুশমফিকুর রহিমেরও। তিনি এগিয়েছেন মাত্র ৩ ধাপ। কিন্তু এই ৩ ধাপই তাকে নিয়ে গেছে সেরা বিশের মাঝে। তার অবস্থান ১৯।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতোর মাঝেও লিটন ব্যাট হেসেছিল দুই ইনিংসেই। প্রথম ইনিংসে দলের ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাট করতে নেমে তিনি করেছিলেন ১১৪ রান। মুশফিকুর রহিমের সাথে পঞ্চম উইকেট জুটিতে তিনি যোগ করেছিলেন ২০৬ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আবারও ব্যাটিং ব্যর্থতার পড়ে। এবার তিনি করেছিলেন ৫৯ রান।
মুশফিকুর রহিম প্রথম ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯১ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট অবশ্য হাসেনি। করেছিলেন ১৬ রান।
ব্যাটারদের পাশাপাশি বোলারদের ক্ষেত্রে উন্নতি ঘটেছে। স্পিনার তাইজুল প্রথম ইনিংসে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়েছেন। উন্নতি ঘটিয়েছেন ২ ধাপ। অবস্থান তেইশে।
এসআইএইচ