তামিমের ছক্কার সেঞ্চুরি
সুসময় যখন আসে তখন সব দিক দিয়েই আসে। দুর্বিসহ উইন্ডিজ সফরে অবশেষে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়। তাও এসেছে স্বস্তির ফরম্যাটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। এমন একটি জয়ে অধিনায়ক তামিম ইকবালের ছিল দুই প্রাপ্তি। একটিতো দলের জয়, আরেকটি ছক্কার সেঞ্চুরি। ২৫ বলে ৩৩ রানের ইনিংসে তার ছক্কা ছিল একটিই। আর এই এক ছক্কায় প্রথম বাংলাদেশি হিসেবে শততম ছক্কা মারার নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ইনিংসের সপ্তম ওভারে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। অ্যান্ডারসন ফিলিপের প্রথম ওভারের দ্বিতীয় বলকেই তামিম ফাইন লেগ দিয়ে হাঁকান এই ছক্কা। ৩৩ রানে রান আউট হওয়ার আগে তিনি আর কোনো ছক্কা হাঁকাতে পারেননি। এই মাইলফলক ছুঁতে তামিম ম্যাচ খেলেন ২২৬টি। ইনিংস ছিল ২২৪টি।
বাংলাদেশের প্রেক্ষাপটে তামিম ইকবাল প্রথম ব্যাটার হলেও বিশ্ব ক্রিকেটে তিনি অনেক পিছিয়ে আছেন। সর্বোচ্চ ৩৫১টি ছক্কা পাকিস্তানের বুম বুম আফ্রিদির। আফ্রিদির চেয়ে ২০ ছক্কা কম মেরে দ্বিতীয় স্থান আছেন উইন্ডিজের ক্রিস গেইল। তার ছক্কা ৩৩১টি। এরপর ৩০০ ছক্কা হাঁকাতে পারেননি কোনো ব্যাটসম্যান। ২৭০টি ছক্কা মেরে তিনে আছেন শ্রীলঙ্কার স্বর্ণ যুগের অন্যতম কারিগর সনাথ জয়াসুরিয়া।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। তার ছক্কা ৮৫টি। তিনে থাকা মাহমুদউল্লাহর ছক্কা ৭১টি। ৬২ ছক্কা মেরে চারে আছেন বাংলাদেশের একদিনের ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। এরপর বাংলাদেশের আর কোনো ব্যাটারের ৫০টির উপরে ছক্কা নেই। সাকিবের ছক্কা ৪৬টি। তিনি আছেন পাঁচে। তবে তার উপরে আছেন ৪৯টি ছক্কা মেরে আফতাব আহমেদ।
এমপি/এসআইএইচ