সাকিব-সোহানের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধের ডাক
প্রথম সেশনেই চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে বাংলাদেশ কতোক্ষন টিকতে পারবে তা ছিল মহা মূল্যবান এক প্রশ্ন। আগের দিনের দুই উইকেটের সঙ্গে আজকের চার উইকেট হারিয়ে বাংলাদেশের রান তখন ছয় উইকেটে ১১৫।
ইনিংস হার এড়াতে তখনো প্রয়োজন ৪৭ রানের। ক্রিজে শেষ ভরসা হয়ে আছেন অধিনায়ক সাকিব, সঙ্গে নুরুল হাসান সোহান। এই জুটি ভেঙে গেলেই বাকি তিন ব্যাটসম্যানকে নিয়ে কোনোই ভরসা নেই। কারণ মোস্তাফিজ-এবাদত-খালেদ প্রতীকী ব্যাটসম্যান। কিন্তু সব অনুমানই মিথ্যে প্রমাণ করে দিয়েছেন সাকিব ও নুরুল হাসান সোহান। দুই জনে মিলে নির্বিঘ্নে পার করে দিয়েছেন দ্বিতীয় সেশন পুরোটাই। ২৭ ওভার খেলে রান যোগ করেছেন ৯৫। জুটিতে যোগ করেছেন ১০১ রান। দলের রান ছয় উইকেটে ২১০। বাংলাদেশ লিড পেয়েছে ৪৮ রানের। সাকিব ৫৩ ও নুরুল হাসান সোহান ৪৯ রান নিয়ে শেষ সেশনে আবার ব্যাট করতে নামবেন। এই দুই জনের উপরই নির্ভর করছে বাংলাদেশ খেলাকে চতুর্থ দিন নিয়ে যেতে পারবে কি না?
আজ প্রথম সেশনে বাংলাদেশ যখন চার উইকেট হারায়, তখন আজই খেলা শেষ হওয়ার উপক্রম কয়েছিল। কারণ সাকিব আর নুরুল হাসান সোহান কতক্ষণই টিকতে পারবেন? কারণ ষষ্ঠ উইকেটের পতন হওয়ার সময় বাংলাদেশের ইনিংস হার এড়াতে তখনো ৫৪ রানের প্রয়োজন। কিন্তু সব হিসেব-নিকেশ সাকিব-নুরুল হাসান সোহান মিলে পাল্টে দেন। দুই জনেই বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর জগদ্দল পথরের মতো চেপে বসা উইন্ডিজের পেসারদের নির্বিঘ্নে খেলে গেছেন। তাদের খেলা দেখে মনেই হয়নি এরাই প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ১০৩ রানে অলআউট করে দিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে তুলে নিয়েছিল ছয় উইকেট। সাকিব ধৈর্য্য ধরে খেললেও নুরুল হাসান ছিলেন কিছুটা আক্রমণাত্মক। হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা নুরুল হাসান সোহান ১০৭ বলে খেলে আট বাউন্ডারিতে ৪৯ রানে অপরাজিত। অপরদিকে সাকিব ৮২ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। এটি ছিল তার টানা তৃতীয় হাফ সেঞ্চুরি।
এর আগে তিনি প্রথম ইনিংসে ৫১ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন। একই টেস্টের উভয় ইনিংসে সাকিবের এটি ছিল চতুর্থবার। জুটি ভাঙ্গার জন্য স্বাগতিক দলের অধিনায়ক ব্রেথওয়েট চার পেসার ও এক স্পিনারের পাশাপাশি রেইফারকেও আক্রমণে এনে ফায়দা তুলে নিতে পারেননি। আবার নুরুর হাসান সোহানের বিপক্ষে রিভিউ নিয়েও সফল হতে পারেননি।
এমপি/এমএমএ/