পাঁচ দিন খেলে জিততে চায় বাংলাদেশ
প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হওয়ার পর বোলারদের কল্যাণে দারুণভাবে অ্যান্টিগা টেস্ট ফিরে এসেছে বাংলাদেশ। উইন্ডিজকে নিজেদের পরিকল্পনমতো আটকে দিতে পেয়েছে ২৬৫ রানে। বাংলাদেশের পরিকল্পনা ছিল আড়াইশ রানের ভেতর অলআউট করা। সেখান থেকে স্বাততিকরা ১৮ রান বেশি করতে পেরেছে। এভাবে ফিরে আসতে পেরে বাংলাদেশ এখন এই টেস্ট জেতার কথা ভাবছে। পাঁচ দিন খেলার কথাও ভাবছে। উইন্ডিজের ইনিংসের সবচেয়ে দামী অধিনায়ক ব্রেথওয়েট (৯৪) ও ব্লাকউড (৬৩) দুই উইকেট শিকার পেসার সৈয়দ খালেদ আহমেদ। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষ করেছে দুই উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে। এখনো পিছিয়ে ১১২ রানে। তারপরও তিনি বলেন, 'আমরা টার্গেট জেতার। বাকিটা ওদের হাতে। ওরা যদি স্কোরবোর্ডে ভালো রান দেয়, তা'হলে আমরা বোলিং দিয়েং জেতার চেষ্টা করবো। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ ভালো খেলবে।'
এই টেস্টে এখনো বাংলাদেশ ব্যাকফুটে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৫০ রানে দুই উইটে হারিয়ে ফেলতে। যদিও উইকেটে অনেকটা থিতু হয়ে গেছেন মাহমুদুল হাসান জয় ( ৬০ বলে ১৮ রান) ও নাজমুল হোসেন শান্ত ( ২৩ বলে ৮ রান)। এরাসহ বাকি সবাই মিলে যদি স্কোর বোর্ডে ভালো রান এনে দিতে পারেন, তবেই খালেদরা জেতার চেষ্টা করে দেখতে পারেন। কারণ জিততে হলে উইন্ডিজকে দ্বিতীয় ইনিংসেও অলআউট করতে হবে। তার জন্য চাই স্কোর বোর্ডে রান। খালেদের সেই আস্থা আছে দলের উপর। তিনি বলেন, 'আমাদের যে ব্যাটসম্যানরা আছে ওরা অনেক ভালো। জয় (মাহমুদুল) শান্ত (নাজমুল) বড় জুটি, শ্রীলঙ্কার সঙ্গে মুশফিক ভাই-লিটন করেছিল, ওখান থেকে জয়- লিটন (হবে শান্ত) প্রথম দুই ঘন্টা ভালোভাবে খেলে দিতে পারে, তা'হলে ওরা সারাদিনই ব্যাটিং করতে পারবে।'
এমপি/এএজেড