১৩০ রান করে ঢাকা কি পারবে রংপুরকে আটকাতে?
তাহলে কি প্লে-অফের চতুর্থ দলও নিশ্চিত হয়ে গেল? রংপুর রাইডার্সকে আটকানো সম্ভব হবে না ঢাকা ডমিনেটরসের? ৮ উইকেটে ১৩০ রান করে কি আর রংপুরকে আটকানো সম্ভব হবে ঢাকার? তবে এখানে খুলনা টাইগার্সের বিপক্ষে জেতা ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ঢাকা। সেই ম্যাচ তারা ১০৮ রান করেও জয়ী হয়েছিল।
ঢাকার পতন শুরু হয় মোহাম্মদ মিঠুনের (৫) রানআউট দিয়ে। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই পরপর দুই ওভারে হারায় সৌম্য সরকার (৩) ও অধিনায়ক নাসির হোসেনকে (২)। দলের রান ৩.১ ওভারে মাত্র ১৩। এর প্রভাব পড়ে ব্যাটিং পাওয়ার প্লেতে। রান উঠে ৩ উইকেটে ৪১। আবার উইকেট পতনের ধারা রোধ করেন আব্দুল্লাহ আল মামুন ও আ্যলেক্স ব্লাক। তারা চতুর্থ উইকেট জুটিতে ৩৮ রান যোগ করেন ৫.৩ ওভারে। জুটি ভাঙে আ্যলেক্স আউট হলে। ১১ বলে একটি করে চার ও ছয় মেরে তিনি হাসান মাহমুদের বলে শামীমের হাতে ধরা পড়েন।
মামুনও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৬৭ রানে তিনি বিদায় নেন ব্যক্তিগত ২৩ রানে। তার ২৭ বলের ইনিংসে ছিল একটি করে চার ও ছয়। মুক্তার আলী (৭) এসেও দ্রুত ফিরে যান। এসময় মনে হয়েছে ঢাকা শতরানও করতে পারবে না। শেষ পর্যন্ত তারা শতরান অতিক্রম করে ৮ উইকেটে ১৩০ রান পর্যন্ত যায় আরিফুল হকের ব্যাটে ভর করে। আরিফুল ১ ছক্কা ২ চারে ২৬ বলে ৩০ রান করে হারিস রউফের বলে শামীমের হাতে ধরা পড়ার সময় দলের রান ছিল ১০৩।
রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ২২ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শেখ মেহেদি হাসান, মোহাম্মদ ওয়াসিম, হাসান মাহমুদ ও রকিবুল হাসান।
এমপি/এসজি