সাকিবের হুশিয়ারি সংশোধন না হলে গুড বাই!
ব্যর্থতা যেন বাংলাদেশ দলের নিত্যসঙ্গী। ইদানিং এই ব্যর্থতা দৃষ্টিকটুভাবে ব্যাটসম্যানদের উপর বর্তাচ্ছে। সর্বশেষ সেই দৃষ্টিকটু ব্যর্থতার বিরল নজির স্থাপন হয়েছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে। মাত্র ১০৩ রানে অলআউট বাংলাদেশ। ছয় জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি। এ জাতীয় ব্যর্থতা এতোদিন সাকিব নিজে দেখে এসেছেন দলের একজন খেলোয়াড় হিসেবে। সেই ব্যর্থতায় কখনো নিজে শামিল হয়েছেন। কখনো নিজে উতরে গেছেন। এবারের ব্যর্থতায় তার প্রেক্ষাপট ছিল ভিন্ন। তিনি নিজে ছিলেন অধিনায়ক। ফিরে পাওয়া নেতৃত্বের প্রথম ম্যাচ। কিন্তু সেই ব্যর্থতার মিছিলে নিজে শামিল হননি। নিজে করেন ৫১ রান। কিন্তু দলের সতীর্থদের ব্যর্থতা তিনি মেনে নিতে পারেননি। তাইতো পথ বাতলে দিয়েছেন সঙ্গে হুশিয়ারিও। নিজেদের সংশোধন করতে হবে নিজ উদ্যোগে, নতুবা বিদায়।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করল না। তাকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছ না, বাদ দিয়ে দিলাম।’ ভালো করার তাড়া যার যার জানিয়ে সাকিব বলেন, ‘তাই এখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদের করতে হবে। ব্যাটসম্যানদের কেউ মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না।’ এভাবেই সাকিব হুশিয়ারি দিয়ে রাখেন।
কিন্তু কেন এ রকম বারবার হচ্ছে। সর্বশেষ ব্যর্থতা দেখে সাকিব নিজেও এর কোনো ব্যাখ্যা খোঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ‘কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগই দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না।’
এমপি