শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাংলাদেশের আফসোসের হার

আগের দিন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল চান তিনি। কারণ জাতীয় দল আর্ন্তজাতিক ম্যাচ গোলই পায় না। সেই গোল খরা কাটাতে চান তিনি। একই সঙ্গে তিনি ও কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা জয়ের আশাও ব্যক্ত করেছিলেন। আর্ন্তজাতিক ফুটবলে কোনো ম্যাচ খেলতে নামার আগে কোচ ও অধিনায়কের কণ্ঠ দিয়ে এ ধরনের কথা সচরাচর বের হয় না। প্রতিপক্ষ শক্তিশালী হলেতো এ ধরনের কথা ভুলেও মুখ দিয়ে বের হয় না। কিন্তু এবার তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ, যারা আবার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকার পরও দুজনেই একই মঞ্চে বসে জয়ের কথা বলতে দ্বিধা করেননি। জামাল ভূঁইয়ারা শেষ পর্যন্ত জিততে পারেননি। তবে খেলায় মন ভরেছে। আর কাঙ্খিত গোলের দেখাও পেয়েছে। বাংলাদেশ হেরেছে ২-১ গোলে। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ‘ই’ গ্রুপে বাংলাদেশের এটি ছিল দুই ম্যাচে দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা হেরেছিল ২-০ গোলে। তুর্কমেনিস্তান পেয়েছে প্রথম জয়। প্রথম ম্যাচে তারা হেরেছিল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকেট জলিল স্টেডিয়ামে প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১। আর দ্বিতীয় গোল হজম করে ম্যাচের ৭৬ মিনিটে। বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম এবং তুর্কমেনিস্তানের আন্নাদুয়েভ ও আরসলান গোল করেন। আগামী মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।

আর্ন্তজাতিক ফুটবলে বাংলাদেশ এখন খেলতেই নামে হারকে মেনে নিয়ে। আজ আরেকটি হার জুটেছে ললাটে। কিন্তু এই হারের মাহাত্ব্য অনেক বেশি। প্রতিপক্ষ অনেক শক্তিশালী হওয়ার পরও বাংলাদেশ সমান তালে লড়েছে। প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ার পরও খুব বেশি সময় নেয়নি পরিশোধ করতে। তারপর সমান তালে লড়েছে। গোল করার মতো অনেক সুযোগও সৃষ্টি করে প্রতিপক্ষের রক্ষণে ভীতি সঞ্চারও করে। কিন্তু গোলের মুখ আর দেখা হয়নি। উল্টো আচমকা গোল হজম করে হার মেনে নিতে হয়।

খেলায় যে বাংলাদেশ এমন লড়াই করে নজর কাড়বে তা কিন্তু শুরুতে বুঝা যায়নি। কারণ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তুর্কমেনিস্তানের খেলোয়াড়রা বাংলাদেশের রক্ষণে হামলে পড়ে। একের পর এক আক্রমণ করে দিশেহারা করে লাল-সবুজের রক্ষণভাগকে। প্রথম সাত মিনিটেই তারা চার চারটি কর্ণার আদায় করে একটি গোল পেয়ে যায়। একে একে প্রথম তিনটি ব্যর্থতায় পর্যবেশিত হওয়ার পর চতুর্থ কর্নার থেকে আন্নাদুয়েভের কোনাকুনি শট আনিসুর রহমান জিকোর পক্ষে আটকানো সম্ভব হয়নি। খেলার ধারা অনুযায়ী এভাবে গোল পেয়ে যাওয়ার পর সামনে বাংলাদেশের সামনে বিরাট কালবৈশাখী ঝড়ই অপেক্ষা করছিল। কিন্তু আকাশ কালো হয়ে আসলেও তা কেটে যেতে সময় লাগেনি। বাংলাদেশের খেলোয়াড়রা দারুণভাবে খেলায় ফিরে আসেন। গোলও আদায় করে নিয়ে খেলায় সমতা নিয়ে আসেন ৫ মিনিট পরই। ১২ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে রাকিবের হেড তুর্কমেনিস্তানের গোলরক্ষক হাত দিয়ে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেন। সামনে থাকা ইব্রাহিম হেড করে তিন ম্যাচ পর বাংলাদেশ দলকে গোল উপহার দেন। যে গোল ছিল আবার নতুন কোচ হ্যাবিয়ার ক্যাবরেরারও প্রথম গোল। তার কোচিংয়ে বাংলাদেশ দল আগের তিন ম্যাচে কোনো গোল পায়নি।

গোল পরিশোধের পর বাংলাদেশের খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে উঠেন। ২০ মিনিটে সাজ্জাদ ও ২৩ মিনিটে রকিবের চেষ্টা বিফলে যায়। দুই মিনিট পর ইব্রাহিমের শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৩৬ মিনিটে বাংলাদেশ দল এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করে। আবারও বিশ্বনাথের লম্বা থ্রো থেকে সাজ্জাদের ব্যাক হেড থেকে ইয়াসিন আরাফাত গোলমুখে দাঁড়িয়েও মাথা ছুঁয়াতে পারেননি। পরে তুর্কমেনিস্তানের রক্ষণভাগের একজন খেলোয়াড় গোললাইনে থেকে বিপদমুক্ত করেন। প্রথমার্ধের শেষের দিকে দুই দলেরই দুইটি চেষ্টা দুই দলেরই গোলরক্ষক বাঁচিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তিনজন খেলোয়াড় পরিবর্তন করে। কিন্তু তাতে গোলের মুখ আর দেখা হয়নি। এই অর্ধে বাংলাদেশ চাপিয়ে খেললেও প্রথমার্ধেরে মতো পারেনি। তবে সুযোগ তৈরি করেছিল প্রথমার্ধের তুলনায় অনেক সহজ। যা থেকে গোল না হওয়া ছিল দুভার্গ্য ছাড়া আর কিছু না। ৪৭ মিনিটে রাকিবের ক্রস থেকে সাজ্জাদ তুর্কমেনিস্তানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। ৫৪ মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে সাজ্জাদ সঠিকভাবে মাথা লাগাতে ব্যর্থ হন। ৭১ মিনিটে বিপলুর পাস থেকে ইব্রাহিমের বদলি হিসেবে মাঠে নামা ফাহিমের শট সরাসরি গোলরক্ষকের হাতে তুলে দেন। এসময় তুর্কমেনিস্তানও কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে তা গোল হওয়ার মতো ছিল না। ৭৭ মিনিটে বাংলাদেশ অপ্রত্যাশিতভাবে গোল হজম করে বসে। বাম দিক দিয়ে গড়ে উঠা আক্রমণ থেকে আগুয়ান আন্নাদুয়েভকে আটকাতে ব্যর্থ হন ইয়াসিন। তার আড়াআড়ি ক্রস থেকে টোকা দিয়ে বলকে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেন আরসলান। খেলার ধারার বিরুদ্ধে গোল হজম করলেও দমে না গিয়ে বাংলাদেশের ফুটবলাররা পাল্টা আঘাত হেনে গোল পরিশোধের চেষ্টা করেন। সুযোগও পেয়ে যায়। ৮৮ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে ফাঁকায় দাঁড়ানো টুটুল হোসেন বাদশার শট বাইরে চলে গেলে মাথায় হাত দিয়ে বসেন তিনি। অন্যদেরও হতাশ হতে দেখা যায়। এ রকম আফসোস ও হতাশার মধ্য দিয়েই রেফারি খেলার শেষ বাঁশি বাজান।

এমপি/এসজি/

Header Ad

সচিব আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসর

মো. আব্দুস সবুর মন্ডল। ছবি: সংগৃহীত

সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুস সবুর মন্ডলের চাকরি কাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আব্দুর সবুর মন্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ এপিডি অণু বিভাগের অতিরিক্ত সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা কর্মকর্তাদের ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

Header Ad

চিন্ময় কৃষ্ণসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাসসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে সংশ্লিষ্ট ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসকন ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের (আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের হিসাব–সংক্রান্ত তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ।

যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে- চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

Header Ad

তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ, তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

উত্তরের পাহাড়ি হিমশীতল বাতাসের সাথে সাথে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে আসছে নিচে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার গোঁড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে জেলার চারপাশ। তীব্র শীতে কাঁপছে জেলার মানুষ, যেন শীতের তাণ্ডবে জমে যাচ্ছে সারা শহর।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পৌষ মাস আসার সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়বে। মাঘ মাসে এখানে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। শুক্রবার ভোরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিন যত যাবে তাপমাত্রা আরও কমবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সচিব আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসর
চিন্ময় কৃষ্ণসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ
তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ, তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন অস্ত্রসহ গ্রেপ্তার
সরকার পতনের পর থেকে অনুপস্থিত কুবি কর্মকর্তা, তদন্ত কমিটি গঠন
জুমার নামাজের পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭