শার্টের স্টিকার তুলতেই বেরিয়ে এল ‘বন্ড ক্লোথিং হাউজ’র কারসাজি
একটি শার্টে দাম দেওয়া ছিল ৩ হাজার ৬৪ টাকা। ট্যাগে লাগানো স্টিকারে সেই মূল্য প্রদর্শন করছিল বন্ড ক্লোথিং হাউজ। কিন্তু স্টিকার তুলতেই বেরিয়ে এল আসল ঘটনা। আরেকটি স্টিকারে আগের দাম লেখা ছিল ২৮৫০ টাকা। ক্রেতাদের বোকা বানিয়ে ২১৪ টাকা বাড়তি নিচ্ছিল বন্ড ক্লোথিং হাউস।
মূল্য তালিকা কারচুপির অভিযোগে নওগাঁ শহরের কাজির মোড় এলাকার বন্ড ক্লোথিং হাউজ বিক্রয় কেন্দ্রকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন এ জরিমানা আরোপ করেন।
তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ২৪ এপ্রিল দুপুরে শহরের কাজির মোড় এলাকার বন্ড ক্লোথিং হাউজের ওই বিক্রয়কেন্দ্রটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। এ সময় একটি শার্টে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
এ সময় অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগিতায় u-turn, দর্জি বাড়ি, VIRGO, RICHMAN ও বাটা শোরুমে অভিযান পরিচালনা করা হয়। এ সকল শোরুমে কোন আইনের ব্যত্যয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভোক্তা অধিকার কর্মকর্তা মো. শামীম হোসেন।
এমএসপি