ফেনীর পাঁচগাছিয়ায় মাটি চুরির দুটি ট্রাক্টর আটক
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামে শনিবার রাতের আঁধারে মাটি চুরি করার সময় অবৈধ দুটো মাটি ট্রাক্টর আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ বগইড় গ্রামের দুই বাসিন্দা এসব মাটির ব্যবসা ও মাটি চুরির সাথে জড়িত।
স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল উদ্দিন স্বপন জানান, শনিবার রাত বারোটার দিকে মাটি ভর্তি দুটি ট্রাক এলাকাবাসী আটক করে ফেনী সদর থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক্টর দুটি আটক করে নিয়ে যায়।
এলাকাবাসীরা জানান, সরকার কোটি টাকা খরচ করে রাস্তার উন্নয়ন কাজ করেছে অথচ গ্রামীণ সড়ক, পাকা সড়ক সব মাটি ক্যারিং করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তারা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।
এলাকাবাসীদের অভিযোগ, উপজেলার শর্শদি ও পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। শর্শদিতে গত তিনদিন আগে মাটির ট্রাক্টরের নিচে চাপা পড়ে একটি ১০ বছরের শিশু নিহত হয়েছে। মাটির দালালের দৌরাত্ম্য থেকে বাঁচতে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী জনসাধারণ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দিন দুইটি ট্রাক্টর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসপি