নাটোরে পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
স্বাভাবিক দৃষ্টিতে একটি ট্রাকে যাচ্ছিল খালী প্লাস্টিকের ক্যারেট। কিন্তু ওর আড়ালে পরিবহন হচ্ছিল তিন বস্তায় ৫০ কেজি গাঁজা। গাঁজাগুলো আইনশৃখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিশেষ কায়দায় প্লাষ্টিকের খালি ক্যারেটের ভেতরে রেখে পাচার করা হচ্ছিল। কিন্তু শেখ রক্ষা হলো না। ওই গাঁজা উদ্ধারের পাশাপাশি ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গোকুলনগর এলাকার আবুল খায়েরের ছেলে
জিলানী (২৪) এবং একই উপজেলার ভাংগড়া এলাকার শাহা আলমের ছেলে আনিচ মিয়া (৩৮)।
এ ব্যাপারে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে জেলার সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার এলাকায় ওই ট্রাকে অভিযান চালায় নাটোর র্যাব সদস্যরা। এ সময় ৫০ কেজি গাঁজা উদ্ধার শেষে ১৫০টি খালি প্লাস্টিকের ক্যারেটসহ ওই ট্র্যাক জব্দ করা হয়। ওই মাদক সংরক্ষণ ও বিক্রির দায়ে জিলানী ও আনিচকে আটক করা হয়।
ওই পেশাদার মাদক কারবারিরা দীর্ঘদিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে দাবি এই র্যাব কর্মকর্তার। তিনি বলেন, ওই ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।
এসআইএইচ