টাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে ময়েন উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এসময় ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন এক অটোভ্যান চালক, ময়েনের স্ত্রী ও নাতি।
রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ময়েনের স্ত্রী ময়না বেগম (৪০), তার নাতি আবাবিল (১০) ও আব্দুস সামাদ নামে এক অটোভ্যান চালক।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬ টার দিকে ময়েন উদ্দিন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার মুধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তিনি। ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্রপাত। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ময়েন উদ্দিন। বজ্রপাতে ময়েনের সঙ্গে থাকা দুটি গরুও মারা গেছে।
ময়েনের মৃত্যুর খবরে তার স্ত্রী ময়না নাতি আবাবিলকে নিয়ে অটোভ্যানযোগে ঘটনাস্থলে যাওয়ার পথে ফরেষ্ট নার্সারির সামনে ঝড়ের কবলে পড়ে আহত হন ওই তিনজন। গুরুতর আহত আব্দুস সামাদকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়টি মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএফ/