বাবুগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধানের আবাদ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাঠ জুড়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৯০১ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। একই সঙ্গে গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ২০১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বেড়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠে হিমেল বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের এ স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে প্রত্যাশা করছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কৃষকরা ধান ক্ষেতের আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক ছিটানোসহ ধান গাছের পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন। তবে সরকারি সহযোগিতা বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন এ উপজেলার কৃষকরা।
বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কৃষকরা ২ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছেন। চলতি বোরো মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে উফশী ও হাইব্রিড জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩০০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৩ হাজার ২০১ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৯০১ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ২০১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বেড়েছে।
এ বছর বাবুগঞ্জ উপজেলায় বোরো ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৩০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করেছেন কৃষি বিভাগ।
এ উপজেলার দেহেরগতি গ্রামের কৃষক শাহজাহান জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। কোনো কোনো ক্ষেতে ধানের শীষও বের হয়েছে। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করেন এ কৃষক।
গাজীপুর এলাকায় প্রায় ৩০ একর জমিতে বোরো ধানের ব্লক তৈরি করছেন কৃষক মো. কাইউম। তিনি জানান, আগাম বীজ বপনে ব্লকে এরই মধ্যে ধানের শীষ বের হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে ধান পেকে যাবে। সব ঠিক থাকলে প্রতি শতাংশে ১ মন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘কৃষি অফিসের এক উপসহকারী কর্মকর্তা মাঝে মাঝে ক্ষেত দেখতে এলেও আমাদের ব্লকের খোঁজ নেয়নি বড় কোনো কর্মকর্তা। কৃষি অফিস থেকে কোনো সার, কীটনাশক সহযোগিতা পাইনি।’
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. নাসির উদ্দিন বলেন, ‘এ অঞ্চলের ৩ হাজার ৬০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৭০০ জন কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে। অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সেচ এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি।’
এরই মধ্যে ধান গাছে শীষ বের হতে শুরু করেছে। এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করেন এ কর্মকর্তা।
এসএন