নকলায় ৫ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা
শেরপুরের নকলায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনা করার অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় অভিযান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য মতে, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদের নেতৃত্বে নকলা উপজেলার সুমন ব্রিক্স, জননী ব্রিক্স, বাবা ব্রিক্স ও সেভেন স্টার ব্রিক্সকে দুই লাখ করে এবং চমক ব্রিক্সকে ১ লাখ ২০ টাকাসহ মোট ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়সহ প্রমুখ।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। পাশাপাশি নিয়ম-নীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। পর্যাক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান করা হবে।
এসআইএইচ