গাইবান্ধায় মাদক মামলায় মাদক কারবারির জেল
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. আনিছুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১০এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ সাজা দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত আনিছুর রহমানের বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট গ্রামে। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আনিছুর রহমানকে সাত বছরের কারাদণ্ড ছাড়াও সাত হাজার টাকা অর্থদণ্ড ও আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে জব্দকৃত হেরোইন ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ অক্টোবর রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হিরকপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ আনিছুর রহমানকে আটক করে তার কাছে ২১ গ্রাম হেরোইন পায়। এ সময় পলাতক দুই থেকে তিনজন ব্যক্তির ঠিকানা জানাতে পারেননি আনিছুর।
আনিছুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ হেরোইনের ব্যবসা করে আসছে। এ ছাড়াও তার নামে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় ও ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি এই দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
এসআইএইচ