নাটোরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
নাটোর সদর উপজেলার সিংগারদহ গ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে আরো ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেলা দেওয়া হয়। রবিবার (১০ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ মোছাঃ কামরুন নাহার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আম্বিয়া বেগম(২৮) সিংড়া উপজেলার বিয়াশ মজেল মোড় এলাকার মৃত আমির আলীর মেয়ে এবং সদর উপজেলার সিংগারদহ গ্রামের মৃত ওমর ফারুক ওরফে মিঠুর স্ত্রী।
রবিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেন নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক।
এ প্রসঙ্গে তিনি জানান, সদর উপজেলার সিংগারদহ গ্রামের দিনমজুর ওমর ফারুখ ওরফে মিঠু ২০১৫ সালে আম্বিয়াকে বিয়ে করে। ওমর ফারুক বিভিন্ন ইটভাটাসহ গৃহস্থলী কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। বিবাহিত জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালের ২ জুন রাত ৯টার দিকে খাওয়া শেষে ওমর ফারুক বাড়ির বাইরে যায়। রাত ২টার দিকে আম্বিয়া বেগমের ডাকাডাকিতে শ্বশুরসহ বাড়ির অন্যরা ঘরের বাইরে এসে ওমর ফারুককে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার চোখ, গলা ও পিঠে আঘাতের চিহ্ন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল্লাহ মিয়া।
তিনি আরও জানান, তদন্ত শেষে ওমর ফারকের স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক মোছা. কামরুন নাহার আসামি আম্বিয়া বেগমের বিরুদ্ধে ওই আদেশ দেন।
এসআইএইচ