১ কিমি এলাকায় অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার!
মানিকগঞ্জে এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ২০ হাজার টাকার হেরোইনসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার গোলড়ার চরখন্ড ও সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বিশেষ শাখার এসআই আসাদ মিয়ার নেতৃত্বে নয়াডিঙ্গী বাসট্যান্ড এলাকা থেকে কৃষ্ণপুর এলাকার নয়া মিয়ার ছেলে মো. আওলাদ হোসেন (৪২), কামতা এলাকার সবুর উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (২৫) এবং ভাশিয়ানী কৃষ্ণপুর এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে ওয়াদুদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
একই এলাকায় দ্বিতীয় অভিযানে এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার কমলপুর এলাকার নুরু মিয়ার ছেলে মো. লাভু মিয়া (৩৪), ধুল্যা এলাকার মৃত আরজ তুল্লার ছেলে মো. মোয়াজ্জেম হোসেন (২৯) এবং একই এলাকার আ. আজিজের ছেলে মো. আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গোলড়া চড়খন্ড এলাকায় তৃতীয় অভিযানে এসআই মো. কায়সার হামিদের নেতৃত্বে সদর উপজেরার হরগজ পূর্বনগর এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে মো. লুৎফর রহমান (৫২), গোলড়া পশ্চিমপাড়া এলাকার মো. মোজাফফর আলীর ছেলে শামীম হোসেন (৩১) এবং কৃষ্ণপুর এলাকার আ. জব্বারের ছেলে মো. ফারুক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনর্চাজ মো নজরুল ইসলাম বলেন, পৃথক মাদকবিরোধী তিন অভিযানে ১১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা। পরে ওই মাদক কারবারিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমএসপি