মানিকগঞ্জে পিকআপচাপায় কলেজছাত্রীর মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পিকআপ চাপায় স্বপ্না আক্তার(১৭) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী নিহত হয়েছেন। রবিবার(১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না আক্তার উপজেলার তিল্লী ইউনিয়নের পাচুটিয়া গ্রামের মো. শহিদের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার সকালের দিকে কলেজে যাওয়ার উদ্দেশে স্বপ্না তার বাবার (শহিদ) সঙ্গে ভ্যানে করে বাংলাদেশ হাটে যাচ্ছিল। পথিমধ্যে তিল্লী ব্রিজের দক্ষিণ পারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন স্বপ্না ও তার বাবা। এ ঘটনার পরে পিকআপ চালক ও স্থানীয়রা তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর দায়িত্বরত চিকিৎসক স্বপ্নাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের বাবা ভ্যানচালক শহিদ বলেন, আমি ভ্যান চালাই। প্রতিদিনের মতো আজকে সকালেও ভ্যান নিয়া বের হওয়ার সময় মেয়ে বলল বাবা আমাকে নিয়া যাইয়ো বাংলাদেশ হাট পর্যন্ত। মাঝেমধ্যেই ওরে (মেয়ে) আমার সঙ্গে নিয়া যাই বাংলাদেশ হাট পর্যন্ত। কিন্তু আইজক্যা আর মেয়েকে নিয়া যাইতে পারলাম না। তিল্লী ব্রিজের দক্ষিণ পারে যাওয়ার পরে একটি পিকআপ আমাদের চাপা দেয়। হাসপাতালে আনার পরে ডাক্তার কইলো আমার মেয়ে আর বাঁইচা নাই। আর কোনোদিন মেয়ে কইবো না বাবা আমারে তোমার লগে নিয়া যাইয়ো।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পরে পিকআপচালক আমাদের সঙ্গে হাসপাতালে আসছিল। মেয়ে মারা যাওয়ার কথা শুনে পিকআপ চালক পালিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা কইরা কি হইবো, আমার মেয়েকে তো আর ফিরা পাব না। আমার মেয়ে রোজাও রাখছিল।
এ বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল আলম বলেন, তিল্লী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসআইএইচ