নওগাঁয় বিকাশ হ্যাকিং চক্রের দুই সদস্য আটক
নওগাঁর সাপাহার থেকে বিকাশ হ্যাকিং চক্রের দুই প্রতারককে আটক করেছে র্যাব।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
আটকরা হলেন- জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল ও মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোরের লালপুরে কামাল হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে নওগাঁর সাপাহার উপজেলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, ১২টি সিমকার্ড, একটি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের মোবাইল ফোনে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছ থেকে সুকৌশলে বিকাশ পিনকোড হাতিয়ে নেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
এনএস