পুলিশ এখন নিজেদের ক্যাডার মনে করে: ইমরান সালেহ প্রিন্স
বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, পুলিশ কর্মকর্তারা এখন নিজেদের পুলিশ মনে করেন না। তারা জনগণের যে সেবক, জনগণের ট্যাক্সে তাদের বেতন-ভাতা হয় এ কথা এখন আর তাদের মাথায় নেই। পুলিশ নিজেদের এখন ক্যাডার মনে করে।
শনিবার (৯ এপ্রিল) বিকালে নেত্রকোনার মদনে পৌরসভা ও উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মদন পৌর সভার বাড়িবাদেড়া এলাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফরজ্জামান বাবরের বাড়ির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক এ সম্মেলনের উদ্বোধন করেন।
এর আগে অনুষ্ঠানস্থলে কেন্দ্রীয় নেতারা যোগ দেওয়ার সময় পৌর শহরের জাহাঙ্গীরপুর চৌরাস্তা এলাকায় পুলিশ নেতাদের ব্যক্তিগত গাড়ি থামিয়ে দেয়। পরে নেতারা পায়ে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, পুলিশ এখন আর পুলিশ নেই। তাদের এখন আর জনগণের সেবক বলে না কেউ। সরকার এখন ক্ষমতায় টিকে থাকতে তাদের ব্যবহার করছে। শোনা যাচ্ছে, পুলিশ নাকি গুম-খুনে র্যাবের চেয়েও এগিয়ে আছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পায়ে ধরে বার বার বলছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে। প্রভুদের পায়ে ধরে বলছে বিএনপি যেন নির্বাচনে আসে।
কিন্তু আমরা স্পষ্টভাবে বলছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
বিশেষ বক্তা হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, উন্নয়নের নামে বিদেশ থেকে চড়া সুদে ঋণ আনা হচ্ছে। কিন্তু এই টাকার সিংহভাগ কিছু অসাধু আমলা আর সরকারি দলের লোকজন লুটে খাচ্ছে। আজ নিত্য প্রয়োজনীয় জিনিসসহ ব্যবহায্য সব কিছুই সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার বাইরে।
মদন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম মির্জা হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মো. আবদুর রব প্রমুখ।
এমএসপি